যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর তুষারঝড়ে চার হাজার ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর তুষারঝড়ে চার হাজার ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ মানুষ

Snow storm across USA

যুক্তরাষ্ট্রে দৈত্যকার তুষারঝড়ের প্রভাবে শনিবার প্রায় চার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১ লাখ ৬০ হাজার বাড়ি। বার্তাসংস্থা রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ভারী তুষারপাতের কারণে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জীবনযাত্রা পুরোপুরি থমকে যাওয়ার হুমকিতে পড়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তুষারপাত, তুষারবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টির পাশপাশি বিপজ্জনক কম তাপমাত্রা পরিলক্ষিত হতে পারে। এই ঝড় রবিবার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত পূর্বাঞ্চলের তিন-চারভাগ রাজ্যের ওপর দিয়ে বয়ে যাবে।

তুষারঝড়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করে সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ম্যারিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জরুরি বিপর্যয় ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, “এই ঝড়ের পথে যেসব রাজ্য রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণে রাখব আমরা।”

দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ ১৭টি অঙ্গরাজ্য এবং কলম্বিয়া বিভাগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। লুজিয়ানা এবং টেক্সাসের অনেক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টেক্সাসে জরুরি সেবা চালু রাখতে দেশটির জ্বালানি মন্ত্রণালয় বাড়তি জেনারেটর মোতায়েনর নির্দেশনা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা শনিবার এক সতর্কতায় জানায়, এবার অস্বাভাবিক এবং দীর্ঘ তুষারঝড় দেখা যাবে। যা দক্ষিণপূর্ব রাজ্যগুলোতে বিপর্যয়কর প্রভাব ফেলবে। পাশাপাশি তাপমাত্রা বিপ্জ্জনক অবস্থায় পৌঁছাবে। সূত্র: রয়টার্স

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১