আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬
Greenland PM Nielsen and Trump
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শুল্কের হুমকিতে গ্রিনল্যান্ড নতি স্বীকার করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইন্স-ফ্রেদেরিক নিলসেন। ১৯ জানুয়ারি এক ফেইসবুক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, চাপের মুখে গ্রিনল্যান্ড তাদের অবস্থান পরিবর্তন করবে না।
নিলসেন তার পোস্টে অন্যান্য দেশের সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, “এটি একটি স্পষ্ট স্বীকৃতি যে, গ্রিনল্যান্ড একটি গণতান্ত্রিক সমাজ এবং আমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।”
তিনি আরও বলেন, “শুল্কের হুমকিসহ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সব বক্তব্য এই অবস্থান পরিবর্তন করতে পারবে না। আমরা আমাদের ওপর চাপ সৃষ্টি হতে দেব না। আমরা সংলাপ, সম্মান এবং আন্তর্জাতিক আইনের বিষয়ে অটল আছি।”
গত সপ্তাহান্তে গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশে যোগ দেন নিলসেন। সেখানে ট্রাম্পের ‘গ্রিনল্যান্ড দখলের’ দাবির বিরুদ্ধে হাজার হাজার মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’ লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দাবি করেন।
ওদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মিত্র দেশগুলোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে ‘সম্পূর্ণ ভুল’ বলে অভিহিত করেছেন। তবে তিনি এখনই এর জবাবে পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটতে নারাজ। স্টারমার বলেন, একটি বাণিজ্য যুদ্ধ কারও স্বার্থ রক্ষা করবে না এবং তিনি ‘শান্ত আলোচনার’ মাধ্যমে এই সংকট সমাধানের ওপর জোর দিচ্ছেন।
ডোনাল্ড ট্রাম্প গত ১৭ জানুয়ারি হুমকি দিয়েছেন যে, যেসব ন্যাটো মিত্র দেশ গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরোধিতা করবে, তাদের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তারপরও কাজ না হলে এই শুল্ক জুন নাগাদ ২৫ শতাংশ বাড়ানো হবে।
ট্রাম্পের এই আচরণকে ইউরোপের অনেক নেতা ‘ব্ল্যাকমেইল’ হিসেবে অভিহিত করেছেন। তবে ট্রাম্প বলছেন, তিনি শুল্ক আরোপের পদক্ষেপ ১০০ ভাগই বাস্তবায়ন করবেন।