২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ‘ভিসা বন্ড’ দিতে হবে : মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২৬

২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ‘ভিসা বন্ড’ দিতে হবে : মার্কিন দূতাবাস

US Embassy Dhaka

আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আসবেন তাদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। ১৯ জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় জানানো হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

বার্তায় আরও জানানো হয়, সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করতে হবে না। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর গত ১৪ জানুয়ারি বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের ইমিগ্রান্ট ভিসা কার্যক্রম স্থগিত ঘোষণা করে। এর ফলে অভিবাসী ভিসায় এ দেশগুলো থেকে পরবর্তী নির্দেশনা বা আপডেট না আসা পর্যন্ত আর কোনো নাগরিক দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

নঈম নিজামের মা আর নেই

০৮ জানুয়ারি ২০২৬

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১