স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি ২০২৬

স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯

Train accident in Spain

স্পেনে একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হওয়ার পর অন্য লাইন ধরে এগিয়ে আসা আরেকটি হাইস্পিড ট্রেনের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৯  জন নিহত হয়েছেন। দেশটির পুলিশের সূত্রগুলোর বরাতে রয়টার্স এ খবর দিয়েছে।

স্থানীয় সময় রবিবার রাত ৭টা ৪৫ মিনিটে ঘটা এ সংঘর্ষের পর দ্বিতীয় ট্রেনটি লাইন থেকে ছিটকে একটি বাঁধের কাছে গিয়ে পড়ে। রাজধানী মাদ্রিদ থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্দোবা প্রদেশের আদামুজ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

আন্দালুশিয়ার জরুরি পরিষেবা জানিয়েছে, আহত অন্তত ৭৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে চারটি শিশুসহ ২৪ জনের আঘাত গুরুতর।

তিনি জানান, মৃতের সংখ্যা ২০ জনেরও বেশি হতে পারে আর দিনের আলোতে এ সংখ্যা আরও বাড়তে পারে। মোরেনো বলেন, “যে গতিতে এ দুর্ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত শক্তিশালী ছিল। সম্ভবত আরও মৃতদেহ পাওয়া যাবে।”

ট্রেনগুলোর দুমড়ে মুচড়ে যাওয়া ধাতুর অংশগুলো সরিয়ে হতাহতদের খুঁজে বের করতে ভারী মেশিনপত্র লাগবে বলে জানিয়েছেন তিনি।

দুই ট্রেনে প্রায় ৪০০ জনের মতো যাত্রী ছিল। তাদের অধিকাংশই স্পেনীয়। সাপ্তাহিক ছুটি শেষে তারা মাদ্রিদে ফিরছিলেন অথবা মাদ্রিদ থেকে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন।

ট্রেন দুটিতে কতজন পর্যটক ছিলেন তা পরিষ্কার হওয়া যায়নি। স্পেনে জানুয়ারি ছুটির মৌসুম নয়।

স্পেনের এল পায়িস সংবাদপত্র জানিয়েছে, মাদ্রিদ থেকে হুয়েলভাগামী দ্বিতীয় ট্রেনটির ২৭ বছর বয়সী চালকও নিহত হয়েছেন।

লাইনচ্যুত হওয়া মালাগা থেকে মাদ্রিদগামী প্রথম ট্রেনটির যাত্রী মারিয়া সান হোসে (৩৩) এল পায়িসকে বলেন, “অনেকে আহত হয়েছেন। (আতঙ্কে) আমি এখনও কাঁপছি।”

দ্বিতীয় ট্রেনটির এক যাত্রী রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম টিভিইকে বলেন, “লোকজন চিৎকার করছিল, তাদের ব্যাগগুলো শেলফ থেকে ছিটকে পড়ে। চতুর্থ বগিতে করে আমি হুয়েলভায় যাচ্ছিলাম আর সৌভাগ্যক্রমে সেটাই শেষ বগি ছিল।”

এল পায়িস জানিয়েছে, ঘটনার সময় হুয়েলভাগামী দ্বিতীয় ট্রেনটি ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার গতিতে চলছিল। লাইনচ্যুত হওয়ার সময় প্রথম ট্রেনটির গতি কতো ছিল তা পরিষ্কার হয়নি।

মাদ্রিদের আতোচা স্টেশনে এক সংবাদ সম্মেলনে স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, কী কারণে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১