নিউজ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬
Network for People Action NPA Unveiled at Central Shaheed Minar in Dhaka
বাংলাদেশে ‘নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন’ (এনপিএ) নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ ঘটেছে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি বিকাল ৪টা দিকে এ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদুহ।
এনপিএ’র ঘোষণাপত্র পাঠ করেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান ও নাজিফা জান্নাত। প্ল্যাটফর্মটির সদস্য হিসেবে ৯৯ জনের ঘোষণা করা হয়।
নাফিজা জান্নাত বলেন, ‘‘পাঁচটি মূলনীতির ওপর ভিত্তি করে এনপিএর কার্যক্রম পরিচালিত হবে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনিক রায়, অলীক মৃ, তুহিন খান, ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকারকর্মী ফেরদৌস আরা রুমি, তাসলিমা মিজিও রয়েছেন নতুন প্ল্যাটফর্মে।