নিউজ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬
Journo Anis Alamgir
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের’ অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে সংস্থার উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ মামলা করার অনুমোদনের তথ্য সাংবাদিকদের দেন। তিনি বলেন, “তার (আনিস আলমগীর) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী মামলাটি রুজু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান মামলাটি দায়ের করবেন।”
দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা আনিসুর রহমান আলমগীর আনিস আলমগীর নামেই বহুল পরিচতি।
অনুসন্ধানের বরাতে দুদক বলছে, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।