নঈম নিজামের মায়ের স্মরণে নিউইয়র্কে দোয়া-মাহফিল

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬

নঈম নিজামের মায়ের স্মরণে নিউইয়র্কে দোয়া-মাহফিল

প্রখ্যাত সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগমের আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত মাহফিলে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কথা বলেন নঈম নিজাম। ছবি-জাগো প্রহরী।

দেশবরেণ্য সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগমের ইন্তেকালে ১৩ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘পিঠাঘর’এ এক দোয়া-মাহফিল ‘নঈম নিজামের শুভাকাঙ্খি মহল’র উদ্যোগে অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়নের নেতা শাবান মাহমুদের সঞ্চালনায় মরহুম ফাতেমা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। এ সময় মায়ের স্মৃতিচারণ এবং ইউনূসের অপশাসনের কারণে মৃত্যুশয্যায় পাশে না থাকতে পারা এবং জানাজায় অংশ নিতে না পারার আক্ষেপ ব্যক্ত করেন সাংবাদিক নঈম নিজাম।

মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনার এ আয়োজন যারা করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং উপস্থিত প্রবাসীদেরকে ধন্যবাদ জানান তিনি। দোয়া মাহফিলে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন তাঁর শ্বাশুড়ির আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শতায়ু ছিলেন তিনি। সব সময় সন্তানদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত রেখেছিলেন। একাত্তরের যুদ্ধে যেতেও সন্তান-স্বজনদের উৎসাহিত করেছিলেন। তিনি ছিলেন মহিয়সী রমণীদের অন্যতম।

মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে অন্যদের মধ্যে আরো কথা বলেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, অন্যতম সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী প্রমুখ। আর এ আয়োজনের নেপথ্যে ছিলেন পিঠাঘরের কর্ণধার যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী প্রমুখ।

Prayer Event for Naem Nizam's Mother In NY

সহযোগিতায় ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব মঞ্জুরুল ইসলাম। মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসানের অসুস্থ মায়ের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, ফাতেমা বেগম গত ৭ জানুয়ারি কুমিল্লায় নিজ বাসায় ইন্তেকাল করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১