মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

নিউজ ডেস্ক

১০ জানুয়ারি ২০২৬

মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপির ক্লে কাউন্টিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে। তবে তার বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এনবিসি নিউজের সহযোগী সংস্থা ডব্লিউটিভিএ জানায়, তিনটি ভিন্ন স্থানে গুলির ঘটনায় এসব মৃত্যু হয়েছে।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক মাধ্যমে লিখেছেন, সন্দেহভাজন এখন হেফাজতে রয়েছে এবং ‘আর আমাদের সম্প্রদায়ের জন্য কোনো হুমকি নেই’। তার পোস্টে নিহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে ডব্লিউটিভিএ জানিয়েছে ওই ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

ফেসবুকে স্কট লেখেন, ‘আমি অনুরোধ করছি, আমাদের ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য প্রার্থনায় তাদের স্মরণ রাখুন।’

উল্লেখ্য, মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১