নঈম নিজামের মা আর নেই

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি ২০২৬

নঈম নিজামের মা আর নেই

ফাতেমা বেগম।

বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক এবং লেখক নঈম নিজামের মা ফাতেমা বেগম ৭ জানুয়ারি নিউইয়র্ক সময় সকাল ১১টার দিকে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার গোহারুয়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় শত বছর। তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য তার স্বামী এলাকার জনপ্রিয় শিক্ষক মোখলেসুর রহমান প্রায় ৩০ বছর আগে ইন্তেকাল করেন। মরহুম ফাতেমা বেগম তার এক ছেলেসহ ঘনিষ্ঠ সকল আত্মীয়-স্বজনকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উজ্জীবিত করেছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের রাজধানীয় ঢাকায় অবস্থিত জাতীয় প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন হচ্ছেন তার পুত্রবধূ। সাংবাদিক নঈম নিজাম এবং ফরিদা ইয়াসমিন, এমপি মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

এদিকে ফাতেমা বেগমের মৃত্যুতে প্রবাসের গণমাধ্যমকর্মী ছাড়াও বিশিষ্টজনেরা শোক জানিয়ে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন। এর মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়া, জাগো প্রহরীর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান ড. মাহাবুবুর রহমান টুকু, কমিউনিটি লিডার ইঞ্জিনিয়ার ফজলুল হক, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১