মাদুরোকে হাতকড়া পরিয়ে তোলা হলো নিউইয়র্কের আদালতে

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬

মাদুরোকে হাতকড়া পরিয়ে তোলা হলো নিউইয়র্কের আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে হাতকড়া পরিয়ে হাঁটিয়ে আদালতের উদ্দেশ্যে একটি গাড়িতে তোলা হয়। এ সময় তাদের পাহারা দিয়ে রাখে সশস্ত্র কর্মকর্তারা।

মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। নিউইয়র্কের আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত এদিন পড়ে শোনানোর কথা রয়েছে।

আদালতে নেওয়ার আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরো ও তাঁর স্ত্রীকে। তাদেরকে হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়। গত ৩ জানুয়ারি ভোররাতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে সস্ত্রীক আটক করে পরে নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে নিয়ে রাখা হয়।

সেখান থেকেই ৫ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১