আনিসুর রহমান
০২ জানুয়ারি ২০২৬
কুইন্স প্যালেসে খালেদা জিয়ার জন্য দোয়া-মোনাজাত। ছবি-জাগো প্রহরী।
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন নিউইয়র্ক কমিউনিটিতেও গায়েবানা জানাযাসহ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর দুপুরে সবচেয়ে বড় শোক-সমাবেশ ও জানাযা অনুষ্ঠিত হয় উডসাইডে কুইন্স প্যালেসে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে জানাযায় কেন্দ্রীয় কমিটির অপর নেতা জিল্লুর রহমান জিল্লু উপস্থিত ছিলেন।
সর্বস্তরের নেতা-কর্মীর সাথে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, কন্সাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ লীগ অব আমেরিকার নেতা বেদারুল ইসলাম বাবলা, আব্দুল কাদের চৌধুরী শাহীনও ছিলেন।

উপস্থিত সবাই কায়মনোবাক্যে বেগম খালেদা জিয়াকে পরমকরুণাময় যেন বেহেশত নসীব করেন সে প্রার্থনা করেন। এর আগের দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটস মসজিদেও বিএনপি, যুবদল, জাসাস, শ্রমিক দল প্রভৃতি সংগঠনের উদ্যোগে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিনের নেতৃত্বে আরেকটি শোক-সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া কমিউনিটির প্রায় প্রতিটি মসজিদেই দোয়া-মোনাজাতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
গায়েবানা জানাযাসহ দোয়া-মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা আলহাজ্ব সোলায়মান ভ‚ইয়া, এম এ সবুর, কাজী আজম, সবুজ, আনোয়ারুল ইসলাম, ফিরোজ আলম, কাজী আসাদুল্লাহ, আশরাফ হোসেন, জসিম উদ্দিন ভ‚ঁইয়া, সৈয়দা মাহমুদা শিরিন, এম এ সবুর, জাকির এইচ চৌধুরী, এম এ বাতিন, আনিসুর রহমান, দেওয়ান কাউসার, জাকির এইচ চৌধুরী ও আবু সাঈদ আহমেদ, মনিরুল ইসলাম, এজিএম জাহাঙ্গীর, রিয়াজ মাহমুদ, জিয়াউর রহমান মিলন, টিপু, নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রহিচ উদ্দিন, জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দি, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, সেচ্ছাসেবক দলের সব আন্তর্জাতিক সম্পাদক হারুনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী-সমর্থকরা।