কাদের মিয়ার অফিস উদ্বোধন অনুষ্ঠানে সংকল্প

বাংলাদেশকে হায়েনামুক্ত করতে দরকার জোরালো আন্দোলন

ব্রুকলীন প্রতিনিধি

০৬ জানুয়ারি ২০২৬

বাংলাদেশকে হায়েনামুক্ত করতে দরকার জোরালো আন্দোলন

নিউইয়র্ক সিটির ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে মো. কাদের মিয়ার ব্যবসায়িক অফিস চালু উপলক্ষে অনির্ধারিত এক সমাবেশে কথা বলেন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম। ছবি-জাগো প্রহরী।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে এক সমাবেশে বাংলাদেশকে মুজিবের আদর্শে ফিরিয়ে আনতে সকল ভেদাভেদ ভুলে প্রবাসে সৃষ্ট আন্দোলন আরো জোরদার করার সংকল্প ব্যক্ত করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী ও দানবির আব্দুল কাদের মিয়ার অফিস উদ্বোধন উপলক্ষে সমবেত প্রবাসীরা আরো উল্লেখ করেছেন, তথাকথিত কোটাবিরোধী আন্দোলনের আড়ালে একাত্তরের পরাজিত শক্তি জঙ্গি হামলা চালিয়েছিল ২০২৪ সালের জুলাই-আগস্টে। দেশি ষড়যন্ত্রকারিদের সাথে আন্তর্জাতিক একটি চক্র জড়িয়ে বাংলাদেশকে আবারো জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা চালিয়েছে। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার তান্ডবে মেতে উঠেছে। এ ধরনের অপকর্ম আর দুষ্কর্ম রুখে দিতে একাত্তরের চেতনায় উজ্জীবিত বাঙালিকে প্রয়োজনে আরেকবার অস্ত্র ধরতে হবে। এ সময় ক্ষুব্ধ প্রবাসীরা বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অপ-শাসকদের চিরতরে ধরাশায়ী করতে চতুর্মুখী তৎপরতার অংশ হিসেবে রেমিটেন্স বন্ধ এবং জামায়াত-শিবির চক্রের সকল প্রতিষ্ঠানকে বয়কট করার আহ্বান জানান।

প্রবাসেও জামায়াত-শিবিরের ঘাঁটি চিহ্নিত করতে হবে এবং ওদের মতলবি ফাঁদে কেউ যাতে পা না দেন সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। এ সময় চলমান এই আন্দোলনকে সুসংগঠিত করতে আসছে স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রুকলীনে বীর মুক্তিযোদ্ধা এবং মুজিব পরিবারের সদস্যদের নিয়ে বড় ধরনের একটি সমাবেশ করার তাগিদ দেন বক্তারা। তারও আগে ‘আমরা মুজিব’র ব্যানারে বাংলাদেশকে জঙ্গিমুক্ত করতে সাংগঠনিক তৎপরতা জোরদারের কথাও বলেন অনেকে।

Kader Mia Office Launch In Brooklyn

নিউইয়র্ক সিটির ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে মো. কাদের মিয়ার ব্যবসায়িক অফিস চালু উপলক্ষে অনির্ধারিত সমাবেশে কথা বলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. কাদের মিয়া। ছবি-জাগো প্রহরী।

অনির্ধারিত এ আলোচনায় অর্ধশতাধিক প্রবাসীর সকলেই উদাত্ত কণ্ঠে উচ্চারণ করেন যে, বঙ্গবন্ধুর আদর্শে প্রতিষ্ঠিত আওয়ামী লীগই একমাত্র বাংলাদেশের দেশপ্রেমিক একটি সংগঠন-এখন তা বাঙালিসহ বিবেকসম্পন্ন সচেতন মানুষেরা অনুধাবনে সক্ষম হচ্ছেন। বোধোদয়ের এই চেতনা সকল পর্যায় থেকে সংগঠিত করতে হবে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় বীরের বেশে ঢাকায় ফিরে উন্নয়নের পথে বাংলাদেশকে আবারো ফিরিয়ে নিতে সক্ষম হবেন।

আব্দুল কাদের মিয়ার সঞ্চালনায় এবং আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াস খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন, শিতাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাকের ভূইয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ফজলুল হক, স›দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা মোবশ্বির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম, আবুল বাশার ভ‚ইয়া এবং মোহাম্মদ হোসেন, আমরা মুজিব’র মো. নোয়াব, দুলাল মিয়া, আবু তাহের, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, মোরশেদ খান বদরুল, মুজিবর রহমান, হারুন মিয়া, সাদিক রহমান, আব্দুল হাদি, মোহসিন রিপন, মো. ফখরুদ্দিন মিলন, মো. ইদ্রিস খান, মো. ইদ্রিস আলম, এম এ বাকি, আবু তাহের রহমান, মো. আফসার, এম এন উদ্দিন, সাইফুল ইসলাম মজুমদার, আকবর হোসেন, মো. মামুন, মো. তসলিম উদ্দিন, আব্দুল করিম, নুরুল হুKader Mia Office Launch At Brooklyn দা সুমন, সামসুদ্দিন, আরিফুল ইসলাম, মো. দুলাল, মো. ইব্রাহিম, শিমুল, মো. নওশাদ কামাল, রকিবুল আলম, মো. কাউসার চৌধুরী, মেজবাউদ্দিন, আব্দুল ওয়াহাব, আহসানউল্লাহ শাকিল, দিদারুল আলম, বেলায়েত হোসেন, হাসান টি চৌধুরী, মো. আলম, ইয়াসিন আরাফাত বাপ্পি, মো. আকতার হোসেন প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১