নিউজ ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকার বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে। ওই সাক্ষাৎকারে আগামী নির্বাচন, সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, দুর্নীতির বিরুদ্ধে কাজসহ বিভিন্ন বিষয়টি নিয়ে কথা বলেছেন জামায়াতে ইসলামী আমির। এছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়েও মন্তব্য করেছেন জামায়াতের আমির। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী নির্বাচনের পর যে সরকার গঠন করা হবে, সেখানে যদি জামায়াতে ইসলামী থাকে এবং ওই সরকারের সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন যদি দায়িত্বে থাকেন তাহলে তারা ‘স্বস্তিবোধ করবে না’।
এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু তিনি ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শুধু বলেছেন, “আমি আর বিষয়টি জটিল করতে চাই না।”
সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি হন মো. সাহাবুদ্দিন। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার এক বছর পরই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়।
গত মাসেই অবশ্য রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, আগামী জাতীয় নির্বাচনের পর নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে প্রস্তুত। সূত্র: রয়টার্স