ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে জেলেনস্কি

ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫

ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় গত ২৮ ডিসেম্বর সংশোধিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ১৫ বছরের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে ইউক্রেনকে। কিন্তু জেলেনস্কি চান ৫০ বছরের নিরাপত্তার নিশ্চয়তা। ফ্লোরিডার মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার আলোচনা প্রায় ’৯৫ শতাংশ’ সম্পন্ন হয়েছে।

তবে জেলেনস্কি তখন থেকেই বলে আসছেন, তিনি ৫০ বছর পর্যন্ত নিরাপত্তার নিশ্চয়তা পেতে চাইবেন। মার-আ-লাগোতে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ২০ দফার শান্তি পরিকল্পনার প্রায় ’৯০ শতাংশের’ বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন। এরপরই ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তার প্রশ্নে অগ্রগতি হওয়ার কথা জানান উভয় নেতাই। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি আশা করছেন, কিয়েভ যে মুহূর্তে শান্তি চুক্তি সই করবে, সেই মুহূর্ত থেকেই এই নিরাপত্তার নিশ্চয়তা তারা পাবে।

জেলেনস্কি বলেন, “নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া এই যুদ্ধ সত্যিকারভাবে শেষ বলে ধরে নেওয়া যেতে পারে না। আমরা যুদ্ধ শেষ হয়েছে বলে স্বীকার করে নিতে পারি না। কারণ, রাশিয়ার মতো একটি প্রতিবেশী দেশের কাছ থেকে আবার আগ্রাসন হওয়ার ঝুঁকি আছে।”

ফলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও ৩০, ৪০ কিংবা ৫০ বছরের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা বিবেচনা করুক সেটিই চান বলে জানান জেলেনস্কি।

যুক্তরাষ্ট্র এখনও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার এই সময়সীমার বিষয়ে কোনো মন্তব্য করেনি। ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তি কাছাকাছি চলে এসেছে। ইউরোপ এই চেষ্টায় বড় ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্রাম্প ও জেলেনস্কির আলোচনায় শান্তি পরিকল্পনার যে দুটি মূল বিষয়ে সুরাহা হয়নি তা হল: ভূমি ছাড়ের প্রশ্ন এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ প্রশ্ন। এই কেন্দ্রটি ইউক্রেইনের ভূখণ্ডে রাশিয়ার নিয়ন্ত্রণাধীনে আছে। তাছাড়া মস্কো সম্প্রতি দোনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ এবং কাছের লুহানস্ক অঞ্চলের প্রায় ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করছে। দুই অঞ্চল একসঙ্গে ডনবাস নামে পরিচিত।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “ডনবাস প্রশ্নে চুক্তি অমীমাংসিত রয়ে গেছে। তবে চুক্তি অনেকটাই কাছাকাছি চলে আসছে।”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১