জারা, তাজনূভাকে ‘কাছে পেতে চান’ আমজনতার তারেক!

নিউজ ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫

জারা, তাজনূভাকে ‘কাছে পেতে চান’ আমজনতার তারেক!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা তাসনিম জারা, তাজনূভা জাবীনদের নিজের কাছে ভেড়ানোর প্রস্তাব দিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তবে সরাসরি না, ২৮ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে তিনি তাদের কাছে টানার এ প্রস্তাব দেন।

পোস্টে তারেক লিখেছেন, “জামাতের জন্য যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতার খবরের মধ্যে এদিন দুপুরে এনসিপি থেকে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

আগের দিনই দলটি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যা নিয়ে ফেসবুকে শোরগোল পড়ে যায়।

নির্বাচনের জন্য প্রার্থীদের মনোয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হচ্ছে ২৯ ডিসেম্বর বিকাল ৫টায়। এর আগ মুহূর্তে এনসিপিতে চলা অস্থিরতার মধ্যে পদত্যাগীদের নিজের দলে আমন্ত্রণ জানান আমজনতার তারেক রহমান।

তিনি ফেসবুকে লিখেছেন, “আমাদের রাজনৈতিক ইতিহাসে, যুক্তি তর্কের বিবাদ আছে, কোন অর্থনৈতিক ক্যালেংকারী আমাদের নেই। দরকার হলে জনতার কাছে ভিক্ষা চেয়েছি দলের জন্য, কারো গলায় পাড়া দিয়ে অর্থ সংগ্রহ করি নাই।

“নির্বাচনের জন্য সহযোগিতা করব। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।”
তবে দেখা যাক, শেষ পর্যন্ত আমজনতার তারেকের ডাকে সাড়া দিয়ে একদা এনসিপির শীর্ষ সারির ওই দুই নারী নেত্রী তার কাছে ভেড়েন কিনা!

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১