শীতকালীন ঝড়ে সুইডেনে নিহত ৩; ফিনল্যান্ড, নরওয়েতে বিদ্যুৎহীন বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৫

শীতকালীন ঝড়ে সুইডেনে নিহত ৩; ফিনল্যান্ড, নরওয়েতে বিদ্যুৎহীন বহু মানুষ

ইউরোপের নর্ডিক দেশগুলোজুড়ে শীতকালীন তুষারঝড় ‘জোহানেস’র আঘাতে সুইডেনে মৃতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। বিঘ্নিত হয়েছে ভ্রমণ, ঘটেছে বিদ্যুৎ বিভ্রাট।

ঝড়টি আঘাত হানায় সুইডেনের আবহাওয়া সংস্থা দেশটির উত্তরের অর্ধকাংশজুড়ে বিস্তীর্ণ অঞ্চলে এলার্ট জারি করে রেখেছিল।

স্থানীয় মিডিয়া ও পুলিশ বলেছে, দেশটির দক্ষিণে একটি স্কি রিসোর্টে ঝড়ে গাছ উপড়ে পড়ে ৫০ এর কোঠার বয়সের এক ব্যক্তি নিহত হয়েছেন।

উত্তরের দিকে আঞ্চলিক একটি ইউটিলিটি কোম্পানি জানিয়েছে, তাদের এক কর্মী কাজে বেরিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে।

সুইডিশ পুলিশ জানায়, ৬০ এর কোঠার বয়সের এক ব্যক্তি বনে কাজ করার সময় গাছ উপড়ে পড়ে আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

তাছাড়া ঝড়ের তাণ্ডবে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ের শত-সহস্র মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

সুইডিশ বার্তা সংস্থা টিটি জানায়, সুইডেনে বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে ৪০ হাজারের বেশি মানুষ। বন্ধ করা হয়েছে বহু রেল সার্ভিস।

এছাড়া অন্যান্য নর্ডিক দেশগুলোর কিছু অংশেও বেশ কিছু ফ্লাইট, রেল ও ফেরি সার্ভিস বাতিল হয়েছে। ঝড়ের কারণে সড়ক পরিবহনও বিঘ্নিত হচ্ছে।

নরওয়েতে ঝড় জোহানেসেরর প্রভাবে নর্ডল্যান্ডের প্রায় ২৩ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই। আরেক অঞ্চল ইনল্যান্ডে আরও ৯ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ফিনল্যান্ডে হানেস নাসে পরিচিতি তুষারঝড়ের তীব্রতা রোববার কমে এলেও ৬০ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম ইলে।

ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বিমানবন্দরে প্রবল বাতাসের কারণে বহু ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দরটিতে যাত্রীবাহী একটি ছোট উড়োজাহাজ প্রবল বাতাসের কারণে রানওয়ে থেকে সরে গিয়ে বরফের চাঁইয়ের ধারে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এ ঘটনার পর অন্যান্য ফ্লাইট বন্ধ রাখা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১