‘লাইফ সেভিং’ সিনেমা নির্মাণ করতে চান সিডনি সুইনি

বিনোদন ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫

‘লাইফ সেভিং’ সিনেমা নির্মাণ করতে চান সিডনি সুইনি

‘দ্য হাউসমেড’ ও ‘ক্রিস্টি’ সিনেমার মাধ্যমে বর্তমান সময়ে বেশ আলোচনায় এসেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর নতুন কাজগুলোতে বর্তমান সময়ের কিছু ভয়াবহ সামাজিক সমস্যা তুলে ধরা হয়েছে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুইনি জানান, তিনি এমন সব সিনেমা নির্মাণে আগ্রহী যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে এবং মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করবে।

মূলত ঘরোয়া সহিংসতা ও গৃহকর্মীদের ওপর নির্যাতনের মতো সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয় নিয়েই এই সিনেমাগুলোর গল্প। সিডনি সুইনি মনে করেন, বর্তমান সময়ে এই সমস্যাগুলো অত্যন্ত প্রকট হয়ে উঠছে। আর সে কারণেই এ ধরনের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে তিনি সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ গুরুত্ব বজায় রাখেন।

সুইনির কথায়, ‘এ ধরণের সিনেমার মাধ্যমে এমন গুরুতর বিষয়কে তুলে আনা যায়, আলোচনা করা যায়; যা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও চাই, এ ধরণের গল্পের চলচ্চিত্রে আরও কাজ করতে; যা মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে, জীবন বাঁচাতে সাহায্য করবে।’

‘দ্য হাউসমেড’ সিনেমায় মিলি ক্যালোওয়ে চরিত্রে অভিনয় করছেন সিডনি সুইনি। এটি ২০২২ সালে ফ্রেইডা ম্যাকফ্যাডেনের লেখা আন্তর্জাতিক বেস্টসেলার উপন্যাসের চলচ্চিত্র রূপ। সামাজিক মাধ্যমেও পাঠকদের মাঝে এই বইটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

সিনেমায় সুইনির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমান্ডা সেফ্রিড এবং ব্র্যান্ডন স্ক্লেনার। চেহারার সাদৃশ্যের কারণে সিনেমাটিতে সুইনি ও সেফ্রিডকে মূল দুই নারী চরিত্রে বাছাই করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১