বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা

২৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা

ভারতের ওড়িশা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত তার অন্য দুই সহকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

গত বুধবার রাতে ওড়িশার এক এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, নিহত যুবকের নাম জুয়েল রানা (১৯)। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি অঞ্চলের বাসিন্দা। জীবিকার তাগিদে মাত্র পাঁচদিন আগে তিনি বাড়ি থেকে ওড়িশায় কাজে গিয়েছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক পল্টু শেখ জানান, রাতে রান্নাবান্না ও খাওয়া শেষে জুয়েলসহ তিনজন ঘরের বাইরে বিড়ি খেতে বেরিয়েছিলেন। সে সময় একদল স্থানীয় লোক এসে প্রথমে তাদের কাছে বিড়ি চায়। পল্টু শেখ বলেন, “রাত তখন আনুমানিক সাড়ে আটটা। বিড়ি চাওয়ার পরপরই ওই দলটি সন্দেহ প্রকাশ করে যে জুয়েলরা বাংলাদেশি কিনা এবং তাদের আধার কার্ড দেখতে চায়। একজন কার্ড আনতে ঘরে যাওয়ার আগেই স্থানীয়রা তাদের ওপর অতর্কিত হামলা ও মারধর শুরু করে।”

আরেক শ্রমিক সাদ্দাম হোসেন জানান, চিৎকার শুনে তারা ঘর থেকে বেরিয়ে দেখেন হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জুয়েলকে মৃত ঘোষণা করেন।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Trump Unlikely To Order Putin’s Capture

১০ জানুয়ারি ২০২৬

Wild Elephant Claims 20 Lives In India’s Jharkhand

১২ জানুয়ারি ২০২৬

Khamenei Calls Trump ‘Criminal’ Over Iranians’ Suffering

১৭ জানুয়ারি ২০২৬

French Farmers Stage New Paris Protest Over EU-Mercosur Trade Deal

১৩ জানুয়ারি ২০২৬

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১