তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে খুশী আকতার হোসেন বাদল

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে খুশী আকতার হোসেন বাদল

২০০৯ সালে নিউইয়র্কে তারেক রহমান মুক্তি আন্দোলন কমিটির সভামঞ্চে আকতার হোসেন বাদলসহ নেতৃবৃন্দ

তারেক রহমানকে গ্রেফতারের পর লন্ডনে যেতে বাধ্য করার সময় নিউইয়র্কে গড়ে উঠেছিল ‘তারেক মুক্তি আন্দোলন কমিটি’ নামে একটি সংগঠন। এরপর তা পরিবর্তিত হয়ে ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’ হয়েছিল ২০০৯ সালে। যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম-সম্পাদক ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদলের নেতৃত্বাধীন সেই কমিটি কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘে বেশ সরব ছিল।

তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র সম্পর্কেও কংগ্রেসকে অবহিত করেছিলেন। সে সময় নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সমাবেশের একমাত্র স্লোগানই ছিল তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফেরানোর। সেই দিনগুলোর স্মৃতিচারণ করে ২৫ ডিসেম্বর আকতার হোসেন বাদল এ সংবাদদাতাকে বলেন, ‘আজ আমি অত্যন্ত খুশী যে বাংলাদেশের ভবিষ্যত কান্ডারি তারেক রহমান বীরের বেশেই ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। এজন্য আমি সৃষ্টিকর্তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি চলার পথে সকল সাথীর প্রতি।

লং আইল্যান্ডে বেশ কয়েকটি স্টোরের মালিক আকতার হোসেন বাদল আশা পোষণ করেছেন, বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তনের ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনেও বিএনপির প্রার্থীরা বিপুল বিজয় পাবেন তারেক রহমানের নেতৃত্বে এবং সেভাবেই বাংলাদেশ তার হারানো গণতন্ত্র ফিরে পাবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যও কামনা করেছেন বাদল।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসেবে অভিহিত করেছেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ লন্ডনে গিয়ে তারেক রহমানকে বিদায় অভিবাদন জানানোর সময় যুক্তরাষ্ট্র প্রবাসীদের উল্লাসের তথ্য অবহিত করেছেন।

গিয়াস আহমেদ একই ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় গেছেন।  গিয়াস আহমেদ এবং এম এ বাতিন পৃথক পৃথকভাবে বলেছেন, পুরো বাঙালি জাতির জন্য এ এক অবিস্মরণীয় বিজয়ের শুভ সূচনা ঘটলো, যার পরিণতি ঘটবে আগামী নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের মধ্য দিয়ে।

Facebook Comments Box
Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১