ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি

ডেস্ক রিপোর্ট

১১ জুলাই ২০২৫

ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি

রাজধানীর বাজারে ফার্মের মুরগির ডিমের দাম হঠাৎ কমে যাওয়ায় বাজারে ফিরেছে চাঙাভাব। ডজনপ্রতি দাম ১৫ থেকে ২০ টাকা কমে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে, বাড়ছে বিক্রিও। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১৫ টাকায়।

শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন এলাকার বাজার থেকে এমন তথ্য পাওয়া গেছে।

দোকানদাররা জানাচ্ছেন, পরিচিত ক্রেতাদের কাছে ডজনপ্রতি ডিম ১০৫ টাকায়ও বিক্রি করা হচ্ছে। ফলে পিসপ্রতি দাম পড়ে যাচ্ছে ৮ টাকা ৭৫ পয়সা থেকে ৯ টাকা ৫০ পয়সা পর্যন্ত। ঈদের আগে এই দাম ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা, যা এখন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

পাইকারি পর্যায়েও দাম কমেছে। বর্তমানে প্রতি ডিম পাইকারিতে বিক্রি হচ্ছে ৮ টাকা থেকে ৮ টাকা ৮০ পয়সায়।

ডিম কিনতে আসা এক ক্রেতা বলেন, “বাজারে প্রোটিনজাত পণ্যের মধ্যে ডিমই সবচেয়ে সাশ্রয়ী। আগে সপ্তাহে এক ডজন নিতাম, এখন ২ ডজন নিচ্ছি। কারণ এখন দাম নাগালের মধ্যে।”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১