সোসাইটির উদ্যোগে বেগম জিয়ার স্মরণ সমাবেশ

আনিসুর রহমান

১৫ জানুয়ারি ২০২৬

সোসাইটির উদ্যোগে বেগম জিয়ার স্মরণ সমাবেশ

দোয়া-মাহফিলে সুধীর একাংশ। ছবি-জাগো প্রহরী।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে সার্বজনীন ‘স্মরণ-সভা ও দোয়া মাহফিল’ ১৪ জানুয়ারি উডসাইডে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হলো। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বিশিষ্টজনদের মধ্যে কনসাল জেনারেল মোহাম্মাদ মোজাম্মেল হক, বিএনপি নেতা আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজমল হোসেন কুনু, কাজী সাখাওয়াত হোসেন আজম এবং নাঈম টুটুল, বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঁইয়া, আব্দুস সবুর, এম এ বাতিন, সৈয়দা মাহমুদা শিরিন, গোলাম হোসেন, লিয়াকত হোসেন, সুরুজ্জামান, নূরুল আজিম, জাহাঙ্গির আলম, আহব্বাব চৌধুরী, আনোয়ার জাহিদ, রিপন মিয়া, মনিরুজ্জামান মনির, আনিসুর রহমান, রিয়াজ মাহমুদ, এবাদ চৌধুরী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ড. মুফতি আনসারুল করিম আজাহারী। সর্বজনীন এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভ‚ঁইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার ও গনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশরাফ আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, কার্যকরী সদস্য হারুন-উর-রশীদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দি, মো সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমেদ, হাসান খান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১