সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৬

সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করছে যুক্তরাষ্ট্র

সোমালি নাগরিকদের জন্য থাকা বিশেষ সুরক্ষা মর্যাদা ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস)’ বাতিল করা হচ্ছে। যুক্তরাষ্ট্র মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছে। এর ফলে মার্চের মাঝামাঝি সময় তাদের দেশ ছাড়তে হবে। মিনিয়াপোলিস থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, এই সিদ্ধান্ত অভিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ।
মিনেসোটার রাজধানী অঞ্চলটিতে বড় একটি সোমালি সম্প্রদায়ের বসবাস রয়েছে, যেখানে বর্তমানে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি ও অভিযান চলছে।

গত সপ্তাহে এক অভিযানে একজন কর্মকর্তা গুলি চালিয়ে রেনি নিকোল গুড (৩৭) নামে স্থানীয় এক নারীকে হত্যা করলে সেখানে বিক্ষোভ শুরু হয়। মিনেসোটা অঙ্গরাজ্য আইসিইর অভিযানের বিরুদ্ধে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে। যদি কোনো ফেডারেল বিচারক এটি মঞ্জুর করেন, তবে রাজ্যে চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত হবে। অভিযানে ইতিমধ্যেই প্রায় দুই হাজার গ্রেপ্তার হয়েছে।

ওই অঞ্চলে বসবাসকারী সোমালি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৮০ হাজার। সম্প্রদায়ের বিরুদ্ধে সরকারি সহায়তা জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে। স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর (ডিএইচএস) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, টিপিএস বাতিল করা হচ্ছে।

ডিএইচএসের বার্তায় বলা হয়েছে, ‘নিজ দেশে ফিরে যান, নইলে আমরা আপনাদের ফেরত পাঠাব।’ পরে ডিএইচএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে পোস্টটি পুনরায় শেয়ার করে, যেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘আমি এখন অধিনায়ক’। টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস সাধারণত দুর্যোগপূর্ণ অঞ্চলের মানুষদের সুরক্ষা দেয় এবং তাদের কাজের অনুমতি দেয়। এবার ঘোষণা অনুযায়ী, আইনি মর্যাদা হারানো সোমালিদের জন্য দেশ ছাড়ার শেষ সময় ১৭ মার্চ।

কংগ্রেসের প্রথম সোমালি-আমেরিকান সদস্য ইলহান ওমর বলেছেন, ‘ট্রাম্প প্রতিদিন সোমালিদের ভয় দেখাতে চাইছেন। কিন্তু তারা ভয় পায় না।’ এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প মিনিয়াপোলিস, সেন্ট পল ও মিনেসোটার ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘মিনেসোটার ডেমোক্র্যাটরা অস্থিরতা ভালোবাসে, আর এ কারণে বড় অংকের সরকারি চুরির ঘটনা নজর এড়ায়। ভয় পাবেন না, মিনেসোটার মানুষ, প্রতিশোধের দিন আসছে।’

স্থানীয় কমিউনিটি নেতা মাউলিদ মোহাম্মদ এএফপিকে বলেন, ‘মিনেসোটা ফেডারেল সরকারের নিপীড়নের শিকার। তারা অভিবাসীদের ওপর শক্তি প্রয়োগ করছে, বিশেষভাবে সোমালি জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’

মিনেসোটায় আইসিইর অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার মুখোশধারী কর্মকর্তারা এক নারীকে গাড়ি থেকে টেনে বের করেছেন, আরেকজনকে হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হয়। মিনিয়াপোলিসে আইসিই কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নিহত হন। ঘটনার তদন্তে মিনেসোটায় তিনজন ফেডারেল কৌঁসুলি পদত্যাগ করেছেন।

সাম্প্রতিক মাসগুলোয় ট্রাম্প প্রশাসন সরকারি সহায়তা জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে অভিযান জোরদার করেছে। ৯৮ জনের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ৮৫ জনই সোমালি বংশোদ্ভূত অভিযোগপত্র অনুযায়ী, ৩০০ মিলিয়ন ডলারের সরকারি অনুদান জালিয়াতির মাধ্যমে হাতফেরানোর প্রকল্পে ইতিমধ্যেই ৫৭ জন দোষী সাব্যস্ত হয়েছেন।
স্থানীয় রিপাবলিকান কর্মকর্তা ও ফেডারেল কৌঁসুলিরা অভিযোগ করেছেন, সোমালি সম্প্রদায়ের বিরুদ্ধে জালিয়াতির বিষয়ে ডেমোক্র্যাটরা নজর দেয়নি। সূত্র : এএফপি

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১