শেফালির ওপর যে কারণে ক্ষুব্ধ হয়েছিলেন সালমান

ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২৫

শেফালির ওপর যে কারণে ক্ষুব্ধ হয়েছিলেন সালমান

বিনোদন জগতের মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছরেই থমকে গেছে তার জীবন। যদিও তার কাজকর্ম মনে রেখেছেন দর্শকরা। জনপ্রিয় ‘কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। ২০০৪ সালেই বলিউডে পদার্পণ ‘মুঝসে শাদি করোগে’ সিনেমায়। তবে ক্যামিওর চরিত্রে। বারুদের মতো যেমন জ্বলে উঠেছিলেন, তেমনই উধাও হয়ে গিয়েছিলেন শেফালি তারাবাতির মতো।

২০০২ সাল সবে ইন্ডি পপ গান শুরু হয়েছে টেলিভিশনে। ঝলমলে পোশাকে নাচতে নাচতে এলেন সেই তরুণী। কেউ তাকে চেনেন না তখনো, কিন্তু চিনে নিলেন এক রাতেই। নিমেষে ভাইরাল ‘কাঁটা লাগা’ গানের ভিডিও। পায়ে পায়ে আগুন! গায়ে সেই ‘কাঁটা’ এসে লাগছে দর্শকদেরও। গোটা ভারত বুঁদ তার গানের মূর্ছনায়। এই শেফালির গান শুনেই ক্ষুব্ধ হন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।

সেই সময় শেফালির এই গান যখন প্রকাশ পায়, তখন খোদ ক্ষুব্ধ হন উপমহাদেশের জনপ্রিয় কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।

আপত্তি জানিয়েছিলেন ভাইজান। এই গানের নির্মাতা বিনয়কে ফোন করে সালমান বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেন, এসব যৌন উদ্দীপক কাজ করা বন্ধ করো তোমরা। মানুষ ভালো যখন, ভালো কাজ কর। যদিও সালমানের কথায় কান দেননি তারা। ‘কাঁটা লাগা’র পর ‘কলিয়োঁ কা চমন’, ‘চড়তি জওয়ানি’র মতো হিট হিন্দি গানের রিমেক করেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও জুটি। পরে অবশ্য শেফালি সালমানের সঞ্চালনায় ‘বিগ বস্ ১৩’ এ অংশ নেন, সেই সময় শেফালির সঙ্গে সৌজন্যের সম্পর্ক ছিল অভিনেতার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১