রাকসু নির্বাচনে জাতিসত্তা বিষয়ক সম্পাদকসহ ৪ দাবি আদিবাসী ছাত্র সংগঠনের

ডেস্ক রিপোর্ট

০১ জুলাই ২০২৫

রাকসু নির্বাচনে জাতিসত্তা বিষয়ক সম্পাদকসহ ৪ দাবি আদিবাসী ছাত্র সংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘জাতিসত্তা বিষয়ক সম্পাদক’ পদ সংযুক্তিসহ চার দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠনগুলো।

সোমবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

সংগঠনগুলোর উত্থাপিত চার দাবি হলো- পাহাড় ও সমতলের সংখ্যালঘু জাতিসত্তা বিষয়ক সম্পাদক পদ সংযুক্ত করা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদ যুক্ত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা নারীর ওপর নিপীড়নের প্রমাণ থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং রাকসু সভাপতির দায়িত্বে উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য আনা।

সংবাদ সম্মেলনে পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা লিখিত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে নানা ভাষা, ধর্ম ও সংস্কৃতির শিক্ষার্থীরা অধ্যায়ন করছে। জাতিগোষ্ঠীর ৫ শতাধিক শিক্ষার্থীদের অধিকার, ভাষা ও সংস্কৃতির বিকাশে রাকসু হতে পারে এক অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি পিছিয়ে পড়া অঞ্চল ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে সবার সমান মর্যাদা ও অবস্থান নিশ্চিত করতে পারে।

বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের বিষয়ে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, পাহাড় ও সমতলের জাতিসত্তার শিক্ষার্থীদের জন্য কোটা সিট সংখ্যা বৃদ্ধি করতে হবে। সব বিভাগ ও ইনস্টিটিউটে জাতিসত্তার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত এবং সব জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও গবেষণা কেন্দ্র চালু করতে হবে। পাহাড় ও সমতলের শিক্ষার্থীদের জন্য হলে আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে জাতিসত্তা বিষয়ক কর্নার স্থাপন এবং বৈসাবি ও চৈত্রসংক্রান্তি উপলক্ষে ন্যূনতম পাঁচ দিন ছুটি ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু), বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন ছাত্র সংগঠন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১