যে নাটকে অভিনয় ছিল অপূর্বর ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট

ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২৫

যে নাটকে অভিনয় ছিল অপূর্বর ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দেড় দশক ধরে টিভি নাটকে অভিনয় করছেন। রোমান্টিক নায়ক হিসেবে শীর্ষ অবস্থান গড়ে তুলেছেন তিনি। নাটক ছাড়াও ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে চলেছেন এ অভিনেতা।

এ ছাড়া টালিউডের সিনেমাতেও অভিনয় করেছেন অপূর্ব। ‘গ্যাংস্টার রিটার্ন’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। আবার ‘ব্যাকডেটেড’ নামের একটি টেলিফিল্ম পরিচালনা করেছেন অপূর্ব। কিন্তু সিনেমায় নয়, তার ক্যারিয়ার মজবুত আছে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। আর দীর্ঘ এই দেড় দশকে ‘বড় ছেলে’ নাটকটি তার ক্যারিয়ারের বাঁক বদলে দিয়েছে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন অপূর্ব। তার প্রথম কাজ ছিল একটি নেসক্যাফের বিজ্ঞাপন। এটি পরিচালনা করেন অমিতাভ রেজা। এরপর থেকে টানা বিনোদন জগতে কাজ করে চলেছেন তিনি। পেয়েছেন তুমুল জনপ্রিয়তাও।

বিজ্ঞাপনের পর নাটকে অভিনয় শুরু করেন অপূর্ব। তার প্রথম অভিনীত নাটকের নাম ‘বৈবাহিক’। এটি পরিচালনা করেন গাজী রাকায়েত। সেই থেকে ১৮ বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন এ অভিনেতা। তার অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে রয়েছে। এ দেশের টিভি নাটকের বেশিরভাগ পরিচালকের পরিচালনায় তিনি অভিনয় করেছেন। তার সময়ের শীর্ষ নায়িকাদের বিপরীতেও তিনি অভিনয় করেছেন। অনেক নায়িকার সঙ্গেই তার জুটি গড়ে উঠেছে। টিভি নাটকের নতুন জেনারেশনের নায়িকাদের বিপরীতেও তিনি অনবদ্য অভিনয় করে চলেছেন।

টিভি নাটকে নানারকম চরিত্রে অভিনয় করে চলেছেন অপূর্ব। রোমান্টিক নায়ক হিসেবে বেশি পরিচিতি পান তিনি। তার দীর্ঘ ক্যারিয়ারে তুমুল সাড়া জাগানো নাটক অনেক রয়েছে। তবে ‘বড় ছেলে’ নাটকটি তার ক্যারিয়ার সবচেয়ে বেশি বাঁক বদলে দিয়েছে। সব তারকার ক্যারিয়ারে কম বেশি উত্থান-পতন দেখা যায়। তেমনি তার ক্যারিয়ারেও ধরেছিল ভাটার টান। আর ‘বড় ছেলে’ নাটকটি প্রচার হওয়ার পর তাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি।

কোটি কোটি দর্শক ‘বড় ছেলে’ নাটকটি দেখেছেন। এ নাটকটি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ভিন্ন এক মাত্রা যোগ করেছে তার ক্যারিয়ারে। টিভি নাটকের মানুষেরা একবাক্যে স্বীকার করেছেন—’বড় ছেলে’ অপূর্বর ভাগ্য বদলে দিয়েছে। সেই সঙ্গে বদলে দিয়েছে তার ক্যারিয়ারও।

‘বড় ছেলে’ দর্শকরা গ্রহণ করেছেন, দীর্ঘ কয়েক বছর নাটকটির ভিউ সবচেয়ে বেশি ছিল— এ দেশের টিভি নাটকের ইতিহাসে ছোট-বড় সব বয়সী দর্শকরা এ নাটক পছন্দ করেছেন। তরুণ-তরুণীদের ভীষণ পছন্দের নাটক এটি। প্রেম-ভালোবাসা ও টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘বড় ছেলে’ নাটকটি সবাইকে ছুঁয়ে গেছে। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এ ছাড়া বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তার মধ্যে ‘বুকের মধ্যে আগুন’ ও ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজ দুটি তাকে দর্শকপ্রিয়তা দিয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১