ফ্লোরিডা সংবাদদাতা
২০ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ফ্লোরিডার লেকওয়ার্থ সিটির একটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের সভাপতি শেখ হাসিনা। আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মাণিক সকলকে সম্মেলনে অংশ গ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাাদেশে জঙ্গি-সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত অবৈধ ইউনূস সরকারকে উচ্ছেদে আন্তর্জাতিক জনমত গঠনের ক্ষেত্রে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছেন আয়োজকরা। তারা বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।