নিউইয়র্ক প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৬
গত ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী পরিবারগুলোর মধ্যে কতজন সরকারি সহায়তা পায় তার একটি বিবরণ প্রকাশ করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য (ফুডস্ট্যাম্প), স্বাস্থ্যসেবা (হেলথ ইন্সুরেন্স) ও আবাসনসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। এর মধ্যে যেসব অভিবাসী মার্কিন নাগরিকত্ব নিয়েছেন এবং পাঁচ বছরের অধিক সময় ধরে গ্রিনকার্ড বহন করছেন তেমন স্বল্প আয়ের লোকজনও আছেন। শুধু তাই নয়, অভিবাসনের মর্যাদা নেই এমন পরিবারে জন্মগ্রহণকারী সন্তানের কারণে মা-বাবারাও যাবতীয় সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। সিটিজেন, নন-সিটিজেনসহ প্রায় ৪ কোটি ১৬ লাখ আমেরিকান পাচ্ছে এসব সুবিধা।

Trump List on Food stamp recipients
সুবিধাপ্রাপ্তদের দেশভিত্তিক তালিকা প্রকাশের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসীদের আবারো টার্গেট করলেন বলে মনে করা হচ্ছে। এই তালিকার শীর্ষে রয়েছে ভুটান, যা ৮১.৪ শতাংশ। আফগানিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে, ৬৮.১ শতাংশ। ১৯ নম্বরে বাংলাদেশ, ৫৪.৮ শতাংশ এবং ৪০.২ শতাংশ নিয়ে পাকিস্তানিরা রয়েছে তালিকার ৯৫ নম্বরে। ৩৪.৮ শতাংশ নেপালি, মিয়ানমারের ৫৯.২ শতাংশ, চীনের ৩২.৯ শতাংশ, ইসরায়েল/ফিলিস্তিন-২৫.৯ শতাংশ, ইউক্রেনের ৪২.৭ শতাংশ এবং সৌদি আরবের ২৫.৭ শতাংশ নাগরিক মার্কিন সরকারের খয়রাতি সাহায্য নিচ্ছে।
মজার ব্যাপার হচ্ছে, ১২০ দেশের নাগরিকদের সরকারি সাহায্য গ্রহণের এই তালিকায় নেই ভারতীয়দের অবস্থান। তবে কোনো দেশের নামোল্লেখ না করে এশিয়ার ৩৮.৮ শতাংশ অভিবাসী ফুডস্ট্যাম্পসহ সরকারি সাহায্য গ্রহণ করছে বলে ট্রাম্পের পোস্টে উল্লেখ করা হয়েছে।