নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৬
US Snow storm. File Photo
দুই হাজার মাইল বিস্তৃত শীতকালীন ঝড়ো হাওয়া বইছে দক্ষিণ-পশ্চিম থেকে মধ্য-আটলান্টিক এবং উত্তর-পূর্ব আমেরিকা পর্যন্ত। কোথাও কোথায় ২০ ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে। হিমেল হাওয়ার গতিবেগ শত মাইলের অধিক হচ্ছে বলে আবহাওয়া দফতর উল্লেখ করেছে। নিউইয়র্ক অঞ্চলে তা আঘাত হানতে পারে আগামীকাল শনিবার অপরাহ্নে। সারা আমেরিকার ২২ কোটি ৫০ লাখ মানুষ এর ভিকটিম হচ্ছে। সোমবার এবং কোথাও কোথাও মঙ্গলবার পর্যন্ত হাড় কাঁপানো ঠাণ্ডা অব্যাহত থাকবে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগের মাত্রা এতটাই ভয়াবহ হচ্ছে-যাকে স্মরণকালের ভয়ংকর একটি দুর্যোগ হিসেবে অভিহিত করছে আবহাওয়া দফতর। বিপজ্জনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সড়ক-মহাসড়কে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এয়ারলাইন্সগুলোর ফ্লাইটও বাধাগ্রস্ত হচ্ছে। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। কিছু অঞ্চলের ফ্লাইট বিলম্বে চলাচল করবে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।
নিউইয়র্কে এই দুর্যোগ রবিবার হামলে পড়লে শিক্ষার্থীসহ অফিসগামী মানুষের মধ্যে কিছুটা স্বস্তি পরিলক্ষিত হলেও সোমবার তারা কর্মস্থলে যাওয়া নিয়ে এক ধরনের শংকায় আছেন কারণ নিউইয়র্ক সিটিসহ আশেপাশে কমপক্ষে ১০ ইঞ্চি তুষারপাতের আশংকা রয়েছে। সাথে চলবে অসহনীয় হিমেল হাওয়া। নিউজার্সি, নিউইয়র্ক, কানেকাটিকাট, ম্যাসেচুসেটস, রোড আইল্যন্ড, নিউ হ্যামশায়ারের সর্বসাধারণকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।