ব্র্যাড পিটকে নিয়ে দীপিকার আবেগঘন পোস্ট, নেটদুনিয়া তোলপাড়

ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২৫

ব্র্যাড পিটকে নিয়ে দীপিকার আবেগঘন পোস্ট, নেটদুনিয়া তোলপাড়

হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট সারাবিশ্বের নানা প্রান্তের মানুষের হৃদয়েও যে জায়গা করে আছেন, সেটির প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সামাজিক মাধ্যমে অনুরাগীদের চমকে দিয়ে ব্র্যাড পিটের উদ্দেশ্যে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী। যে পোস্টে দুটি বাক্য লিখেই ভক্তদের অবাক করে দিলেন দীপিকা পাড়ুকোন।

‘টপ গান: মাভেরিক’খ্যাত পরিচালক জোসেফ কোসিনস্কি পরিচালিত এ সিনেমায় ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হায়েস চরিত্রে—একজন অভিজ্ঞ ফর্মুলা ওয়ান রেসার হিসেবে। দীর্ঘ দিন পর কোসো স্পোর্টস ড্রামায় এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরেছেন অভিনেতা, আর তাতেই মুগ্ধ হয়ে মন্তব্য করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী লিখেছেন— ‘ব্র্যাড পিট, নামটাই যথেষ্ট। ব্যস এটুকুই। এটাই আজকের পোস্ট।’ আর তাতেই স্পষ্ট বোঝা যায়, ব্র্যাড পিটের প্রেমেই পড়েছেন দীপিকা পাড়ুকোন। হলিউডের এ তারকার অগণিত অনুরাগীর মধ্যে একজন হচ্ছেন এ অভিনেত্রী।

তবে দীপিকার এই উচ্ছ্বাসের পেছনে রয়েছে ব্র্যাড পিটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এফ১’। গত শুক্রবার (২৭ জুন) মুক্তি পাওয়া এ সিনেমাটি ইতোমধ্যে দেখে ফেলেছেন দীপিকা, এমনটিই ধরে নেওয়া হয়েছে তার প্রতিক্রিয়া দেখে।

এ সিনেমাটির গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় লন্ডনে, যেখানে উপস্থিত ছিলেন টম ক্রুজসহ হলিউডের নামকরা তারকারা। সবাই প্রশংসা করেছেন ব্র্যাড পিটের এই শক্তিশালী ফিরে আসার। দীপিকার মতো বহু দর্শকের কাছেই এ সিনেমাটি হয়ে উঠেছে বিশেষ এক অভিজ্ঞতা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১