বিয়ের এক বছর পার, মাতৃত্বের জল্পনা নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২৫

বিয়ের এক বছর পার, মাতৃত্বের জল্পনা নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

বলিউড অভিনেত্রী সোনাক্ষী ও অভিনেতা জাহির ইকবালের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। বছর ঘুরতেই না ঘুরতেই ফের আলোচনায় এলেন অভিনেত্রী। বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে মা হতে চলেছেন সোনাক্ষী। ভক্ত-অনুরাগীদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী।

সত্যি কি সোনাক্ষী সিনহা মা হতে চলেছেন? বিয়ের পর থেকেই এই প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী। ঘরোয়া পরিবেশে বিয়ে করেছিলেন তিনি। তাই এই প্রশ্ন আরও বেশি জোরালো হয়ে উঠেছে। সম্প্রতি এ দম্পতির বিয়ের এক বছর পূর্ণ হলো। আর তাতেই নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে অভিনেত্রীকে।

সোনাক্ষীর বলেন, তিনি বরাবরই হই-হুল্লোড়ের চেয়ে শান্তি বেশি পছন্দ করেন। ব্যক্তিগত জীবন নিয়ে তার অতিরিক্ত হইচই পছন্দ নয়। তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এই উন্মত্ততা বন্ধ করার একটি রাস্তা আমি খুঁজে বের করেছি। পর্দার বাইরে আমি খুবই শান্তিপূর্ণ একটা জীবনযাপন করি। কাজের বাইরে আমি শুধু শান্তিতে থাকতে চাই।

ভিন্নধর্মে বিয়ে করার কারণেও সোনাক্ষীকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এসব নিয়ে অভিনেত্রী বলেন, আপনি যা-ই করুন, লোকে কিছু না কিছু বলবেই। আমি সাদা রঙের পোশাক পরলে, লোকে বলবে— ওটার রং কালো। আপনি যা-ই করবেন, তার বিরোধিতা ঠিক কেউ না কেউ করবে। তাই এই ছোট ছোট গুঞ্জনে পাত্তা দেওয়া যাবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তারা। বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তারা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না আতিশয্য। বিবাহপরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরতে শুরু করেন দুজনই। কিন্তু জাহির ইকবালের সঙ্গে সাত বছরের সম্পর্কের পর বিয়ে করলে সোনাক্ষী নানান আলোচনা-সমালোচনা হয়। আর ভিন্নধর্মের ছেলে বলে প্রথমে সম্পর্ক মেনে নিতে চায়নি তার পরিবার। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জাহির কেউ-ই।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১