বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের আয়োজন

বিজয়ের চেতনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২৫

বিজয়ের চেতনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং পিঠা উৎসব

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিজয়ের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বইয়ে নেয়ার সংকল্পে ২৬ ডিসেম্বর নিউইয়র্কে ৫৫তম বিজয় দিবসের সমাবেশ করেছে ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন।’ জ্যাকসন হাইটসের জুইশ সেন্টরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাবেশে ৩০ লাখ শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনে সবাই এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

মুনমুন সাহা, দ্বীপক দাস ও রুনা রায়ের সম্মিলিত সঞ্চালনায় সমাবেশের বিশেষ সম্মানিত অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা। তিনি কমিউনিটি সার্ভিসে অবদানের জন্য ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’র প্রতিষ্ঠাতা ও প্রধান ড. সবিতা দাসকে সাইটেশন প্রদান করেন। স্টিভেন রাগা এ সময় উল্লেখ করেন যে, নিউইয়র্কে বহুজাতিক সমাজে বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতিকে জাগ্রত রাখতে ড. সবিতা দাসের মতো সংগঠকদের ভ‚মিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি এ সময় সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এর আগে লাল সবুজের উত্তরীয় পরিয়ে এবং একগুচ্ছ ফুল দিয়ে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধ স্লোগানে’ বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আবুল বাশার চুন্নু এবং রাশেদ আহমেদকে অভিনন্দিত করা হয়।

Bohnishikha-bijoy celebration 22

সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের চেয়ারম্যান ড. সবিতা দাস এবং মুনমুন সাহা। ছবি : জাগো প্রহরী।

বিজয়ের চেতনা জাগ্রত রাখা এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ পর্বে সবিতা দাসের নেতৃত্বে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের শিল্পীরা গান পরিবেশন করেন। এরপর অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারি, আওয়ামী লীগ নেতা হুমায়ুন চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, বিজয় দিবস এবং বাঙালি সংস্কৃতির আমেজে নানা আইটেমের পিঠা উৎসবও হয় এবং সকলে তা পরম তৃপ্তিতে উপভোগ করেন।

আবহাওয়া প্রতিকূলে থাকা সত্ত্বেও সমাবেশে বরাবরের মতো এবারও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারি প্রবাসীরা এসেছিলেন। লাল-সবুজের আবহ তৈরী হয়েছিল মঞ্চসজ্জা থেকে পুরো অডিটরিয়ামে। আর এভাবেই প্রবাস প্রজন্মকে বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাসের হাতে পরিচিত রাখার অন্তহীন একটি প্রয়াস পরিলক্ষিত হয়েছে আয়োজনের নেপথ্যে।

অনুষ্ঠানে সমবেত সঙ্গীতে অংশ নেন দেবী সরকার, রুনা রায়, মৌসুমী দাস, মিতা ঘোষ, নন্দিনী মৃধা, মিলি বসাক, ড. সবিতা দাস, সুলতানা খানম, আয়শা খান, অনামিকা চন্দ, মুনমুন সেন, অথোরা ঘোষ, ড. রুমা চৌধুরী, কামনা কর্মকার, মনিকা দাস -১, পারিজাত দাস, সৌভিত রায় চৌধুরী, সুশীল সিনহা, বুলা আফরোজ, চমেন আফরোজ, মনিকা দাস-২, শীলা রায়, জয়শ্রী রায়, রত্না চন্দ, তপতী পোদ্দার, অঞ্জলি সরকার, প্রিয়া পাল, নার্গিস আহমেদ শিলু, সবিতা দাস -২, সীমা দত্ত, রিপা ধর, মোহর খান, সঞ্চিতা দাস, অজিত চন্দ এবং অর্জুন দাস।

Bohnishikha-bijoy Celebration 3

স্টেট অ্যাসেম্বলীর প্রক্লেমেশন প্রদান করা হয় বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের চেয়ারম্যান ড. সবিতা দাসকে। ছবি-জাগো প্রহরী

মুক্তিযুদ্ধের চেতনা জাগানিয়া গানে যন্ত্রসঙ্গীকে অভ‚তপূর্ব এক আবহ তৈরী করেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক তপন মোদক, কি-বোর্ডে মাসুদ রানা, বাঁশীতে নারায়ন বর্মণ। মিডিয়া পার্টনারের অন্যতম ছিল সাপ্তাহিক ‘জাগো প্রহরী’। দৃষ্টিনন্দন এ কর্মসূচি আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. প্রভাব চন্দ্র দাস।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১