প্রবাসী রমজান আলীর ‘লাইট হাউজ ফাউন্ডেশন’

বিশেষ সংবাদদাতা

২০ জানুয়ারি ২০২৬

প্রবাসী রমজান আলীর ‘লাইট হাউজ ফাউন্ডেশন’

স্ত্রী এবং ছোট মেয়ের সাথে এম এম রমজান আলী। ছবি-সংগ্রহ।

পক্ষাঘাতে আক্রান্তদের মধ্যে সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া নিকটাত্মীয়সহ প্রিয়-পরিচিতজনের প্যারালাইজড হয়ে অবর্ণনীয় দুর্দশার পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলা সদরে চালু করা হয়েছে ‘সিআরপিএফবিডি’ তথা ‘সেন্টার ফর দ্য রিহ্যাবিলাইটেশন অব দ্য প্যারালাইজড’ নামক একটি সেবামূলক সংস্থা। এটি পরিচালিত হচ্ছে নিউইয়র্কসহ দেশ ও প্রবাসে বসবাসরত ফরিদপুরবাসীর সহযোগিতায়। ফরিদপুর জেলা শহরের মিয়া পাড়া সড়কে গোয়ালচামটে (রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকে) স্থাপিত ফিজিওথেরাপিসহ প্রয়োজনীয় চিাকিৎসার নেপথ্যে কাজ করছে ‘লাইট হাউজ ফাউন্ডেশন’। নিউইয়র্কে ফরিদপুর জেলা সমিতির সভাপতি এম এম রমজান আলী এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিজের একটি জায়গা (ভবনসহ) লাইট হাউজ ফাউন্ডেশনের জন্য দান করেছেন । এছাড়া থেরাপি সেন্টার, ক্লিনিক থেকে নামমাত্র মূল্যে ওষুধ প্রদানের ভর্তুকিসহ ৫ জন স্টাফের সম্মানি ভাতা বাবদ মাসে ৫০ হাজার টাকা করে পাঠাচ্ছেন।

রমজান আলী জানান, ২০২৩ সালে উদ্বোধনের পর আবাসিক সুবিধাসহ ফিজিওথেরাপি প্রদান করা হচ্ছে এলাকার লোকজনকে। যাদের থেরাপির ফি প্রদানের সামর্থ্য নেই তাদের জন্য ‘লাইট হাউজ ফাউন্ডেশন’ সহযোগিতা দিচ্ছে। একইভাবে ওই শ্রেণীর অসহায় রোগীর ওষুধও ফাউন্ডেশনের ক্লিনিক থেকে বিনামূল্যে দেয়া হচ্ছে । এমনকি ডিসকাউন্ট ছাড়াও কিস্তিতে পরিশোধের সুবিধা রয়েছে সেন্টারে। রমজান আলী বলেন, লাইট হাউজের তত্ত্বাবধানে ফলজ এবং ওষুধি গাছ লাগানো হচ্ছে। প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্তদের মধ্যে ত্রাণ-সহায়তা প্রদানও করা হয়। গরিব অথচ মেধাবি শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তক ছাড়াও আর্থিক সহযোগিতা দেয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মক্ষম করার ব্যবস্থা রয়েছে। শুধুৃ তাই নয় এই সেন্টারে কর্মরতদেরকেও অধিকতর যোগ্য করার ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। সামাজিক কর্মকান্ডের পাশাপাশি লাইট হাউজ ফাউন্ডেশন দেশীয় হস্তশিল্পের বিস্তারে নিজেদের কালেকশন সেন্টার স্থাপন করেছে। ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় কাজ করছে রংয়ের কুটির, রূপা বুটিক, শতরঞ্জি বুটিক, জালিশা বুটিক।

নিউইয়র্ক সিটি কনজিউমার এ্যাফেয়ার্স অ্যান্ড ওয়ার্কার্স প্রটেকশন ডিপার্টমেন্টে কর্মরত রমজান আলী আরো জানান, মাঝেমধ্যেই আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করি। এসব বিনামূল্যে করা হচ্ছে অথাৎ আর্ত-মানবতার সেবায় অনুকরণীয় একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে সিআরপিএফডি। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে নিউইয়র্ক, মিশিগানসহ বিভিন্ন সিটির বেশ কজন প্রবাসীও আছেন। তারাও উদারহস্তে সহায়তা দিচ্ছেন বলেই সংস্থাটি ক্রমান্বয়ে জোরদার একটি প্রতিষ্ঠানে পরিণত হতে চলছে।

রমজান আলী আরো জানান, অনেক প্রবাসী এলাকায় মসজিদ-মাদ্রাসা অথবা এতিমখানা স্থাপন করেন। আমি সেদিকে না গিয়ে চলতে-ফিরতে অথবা কথা বলতে অক্ষম মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েছি। ইতিমধ্যেই আরো অনেকে সহযোগিতার দিগন্ত প্রসারিত করেছেন। আমরা চিকিৎসা দিচ্ছি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের। আমাদের এই উদ্যোগকে ফলপ্রসূ করতে আগ্রহীদেরকে আমরা সবসময় স্বাগত জানাতে চাই। এক্ষেত্রে বাংলাদেশের যে কোনো অঞ্চলের প্রবাসীরা এগিয়ে আসতে পারেন। কারণ ঢাকার কাছে সাভারে আমেরিকান ভ্যালারি এ্যান টেইলর প্রতিষ্ঠিত ‘সেন্টার ফর দ্য রিহেবিলাইটেশন অব দ্য প্যারালাইজড’ (সিআরপি) ছাড়া দ্বিতীয় কোনো চিকিৎসা কেন্দ্র বাংলাদেশে নেই। উদারচিত্তের প্রবাসীরা এগিয়ে এলে ফরিদপুরের ‘সিআরপিএফবিডি’ এক সময় বাংলাদেশের প্যারালাইজড রোগীগণের ভরসা কেন্দ্রে পরিণত হবে বলে আশা করছি। রমজান আলী জানান, ভবিষ্যত পরিকল্পনায় অটিজম শিশুদের স্পিচ থেরাপির ব্যবস্থাও রয়েছে। প্যাথলজি এবং ডায়াগনস্টিক সেন্টার ছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য-সেবা প্রদান করার পথে রয়েছে আমাদের এই ফাউন্ডেশন। ডিজিটাল শিক্ষা এবং শিক্ষক-পরামর্শ পরিষেবার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। এই সংস্থার সাথে যোগাযোগ অথবা সেবা গ্রহণের জন্য ০১৭৫১ ৯৭৭৪৮৯ অথবা ০১৭৩৭৮৬১৫১৬ নম্বরে টেলিফোন করতে পারেন প্রবাসীরাও।

Light house foundation Inauguration

স্ত্রী ও দুই মেয়েসহ নিউইয়র্কে বসবাসরত মৃদুভাষী রমজান আলী জানান, আমার দুজন মামা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার পর প্যারালাইজড হয়ে নিদারুন কষ্টে অবশিষ্ঠ জীবন কাটিয়েছেন। সেই দুঃখবোধ থেকেই আমি এই পদক্ষেপ নিয়েছি ঘনিষ্ঠজনদের সমর্থনে। এটি পরিচালনা ব্যয় সংকুলানের জন্যে চাকরির পাশাপাশি ছুটির দিনে উবার চালাচ্ছি। সেখানকার উপার্জিত অর্থ পাঠাচ্ছি ‘সিআরপিএফবিডি’ তে। গত বছর মোট ব্যয় হয়েছে মাসিক ৬৪৭৯২ টাকা করে। এর মধ্যে অর্থনৈতিকভাবে সক্ষমতা রয়েছে এমন রোগীদের কাছে আদায়কৃত অর্থও রয়েছে। অর্থাৎ দিন যত যাচ্ছে এর সাথে এলাকার রোগীদের সম্পর্কও গভীর হচ্ছে কারণ ইতিমধ্যেই অনেকেই থেরাপি গ্রহণের সুফল পেতে শুরু করেছেন। পাশাপাশি প্রবীণদের সেবামূলক কার্যক্রমের পরিধিও বাড়ছে। ফাউন্ডেশনের আরেকটি দিগন্ত প্রসারিত হবে পরিকল্পনা অনুযায়ী বাঙালি সংস্কৃতি এবং পল্লী-বাংলার ইতিহাস-ঐতিহ্যের গবেষণামূলক গ্রন্থের সমন্বয়ে একটি পাঠাগার স্থাপিত হলে।

অটিস্টিক শিশুসহ প্যারালাইজড মানুষদের সেবামূলক কার্যকমের পাশাপাশি অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণসহ বিশেষ প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে লাইট হাউজ ফাউন্ডেশনের মহতি উদ্যোগ প্রবাসেও অনেকের দৃষ্টি কেড়েছে। এক্ষেত্রে প্যারলাইজড রোগীদের জন্যে রিহ্যাব সেন্টার স্থাপনের স্বপ্ন বাস্তবায়িত করতে অধিকসংখ্যক সহায়তার বিকল্প নেই বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সম্প্রতি নিউইয়র্কে ফরিদপুর জেলা সমিতির পিঠা উৎসবে বক্তব্যকালে রমজান আলী তার এই মহতি উদ্যোগের গল্প শুনিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১