ঢাকা সংবাদদাতা
১৩ জানুয়ারি ২০২৬
Probasi Kallyan bank
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য শরিয়াভিত্তিক ঋণ চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। চলতি জানুয়ারি মাসের মধ্যেই এ ঋণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলার পর ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা লিখেছেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ (১৩ জানুয়ারি) ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এ মাসের মধ্যে এ কার্যক্রম চালু করা সম্ভব হবে।’
এদিকে ধর্মীয় বক্তা শায়খ আহমাদুল্লাহ এ কার্যক্রম গ্রহণে সরকারকে উৎসাহিত করেছেন বলে পোস্টে যোগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। তিনি লেখেন, ‘এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।’