প্রবাসীদের ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক, চালু হচ্ছে চলতি মাসেই

ঢাকা সংবাদদাতা

১৩ জানুয়ারি ২০২৬

প্রবাসীদের ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক, চালু হচ্ছে চলতি মাসেই

Probasi Kallyan bank

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য শরিয়াভিত্তিক ঋণ চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। চলতি জানুয়ারি মাসের মধ্যেই এ ঋণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলার পর ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা লিখেছেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ (১৩ জানুয়ারি) ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এ মাসের মধ্যে এ কার্যক্রম চালু করা সম্ভব হবে।’

এদিকে ধর্মীয় বক্তা শায়খ আহমাদুল্লাহ এ কার্যক্রম গ্রহণে সরকারকে উৎসাহিত করেছেন বলে পোস্টে যোগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। তিনি লেখেন, ‌‘এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১