নিউইয়র্কের ২৮ হাজার ৮১৬ জন

পোস্টাল ব্যালট : ৭ লাখ ৭২ হাজার প্রবাসীর রেজিস্ট্রেশন

অজিৎ ভৌমিক

০৯ জানুয়ারি ২০২৬

পোস্টাল ব্যালট : ৭ লাখ ৭২ হাজার প্রবাসীর রেজিস্ট্রেশন

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে পোস্টাল ব্যালটের জন্যে নিবন্ধন করেছেন ১৫৩৩৬৮২ জন প্রবাসী। এর মধ্যে নিউইয়র্ক থেকে প্রায় ২৯ হাজার প্রবাসী রয়েছেন বলে ৫ জানুয়ারি প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে। নিউইয়র্ক কনস্যুলেট সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করেন। ডাকযোগে তাদের কাছে ব্যালট পাঠানো হবে।

পূর্বঘোষিত সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নিউইয়র্ক থেকে ২৮ হাজার ৮১৬ জন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন। এর মধ্যে ২২৯ জনের ঠিকানা ভুল লিপিবদ্ধ করা হয়েছে বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের সময়সীমা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই সময়ের মধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধন এবং পূর্বে উল্লেখিত ভুল ঠিকানা সংশোধনেরও সুযোগ ছিল। এর আগে সর্বশেষ সময়সীমা ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত, যা প্রথম দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এবার দ্বিতীয় দফায় সময়সীমা বাড়ানো হলেও নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সময়সীমা আর বাড়ানো হবে না।

কনস্যুলেট জেনারেলের ফেসবুক পেজে নিবন্ধনে সময়সীমা বাড়ানো এবং ভুল ঠিকানা প্রদানকারীদের এই সময়ে সংশোধনের আহ্বান জানানো হয়। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রধান উপদেষ্টা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রবাসীদের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের পথে। প্রবাসীরা এখন সরকার গঠন এবং তাদের প্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারবেন।

নিবন্ধন শেষ : পোস্টাল ব্যালটে কোথায় কতজন ভোট দিতে চান?

সবচেয়ে বেশি ভোটার ডাকযোগে ভোট দিতে চান ফেনী-৩ আসনে। আর দেশের বাইরে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। প্রবাসী ভোটারদের নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান মঙ্গলবার (৬ জানুয়ারি) এ তথ্য জানান।

প্রথমবারের মত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চালু হয়। তফসিল ঘোষণার পর নিবন্ধন শুরু হয় দেশে। নিবন্ধনের সময় শেষ হয় সোমবার মধ্যরাতে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে নিবন্ধিতদের ঠিকানায় দুটো ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

ইসির প্রকল্পের টিম লিডার জানান, পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশের ভেতরে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। আর বাকি ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা নিবন্ধন করেছেন ১২৩টি দেশ থেকে। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করছেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধিতদের মধ্যে ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন পুরুষ; আর ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন নারী। ৩০০ আসনের মধ্যে ফেনী-৩ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ ১৬ হাজার ৯০ জন নিবন্ধিত হয়েছেন। আর ৬৪ জেলার মধ্যে কুমিল্লা জেলার সর্বোচ্চ ১ লাখ ১২ হাজার ৯০ জন প্রবাসে থেকে নিবন্ধিত হয়েছেন। দেশের ভেতরে যারা ডাকযোগে ভোট দিতে নিবন্ধন করেছেন তাদের মধ্যে ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন সরকারি চাকরিজীবী, ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত, ১০ হাজার ১০ জন আনসার-ভিডিপি। আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন।

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা। পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে তারা ভোট দেবেন পোস্টাল ব্যালটে। দ্রুত সময়ে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে।

১২ ফেব্রুয়ারির আগে উপযুক্ত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে সেই ভোট গণনায় নেওয়া হবে না। ভোটের গোপনীয়তা রক্ষায় তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’, এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হতে পারে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১