পুরুষ ধমক দিলে ঠিক, নারী দিলেই যেন দোষ : আইভী

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

১৩ জুলাই ২০২৫

পুরুষ ধমক দিলে ঠিক, নারী দিলেই যেন দোষ : আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারীরা জন্মগতভাবে যোদ্ধা। সেই যোদ্ধা হয়েই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারীরা জন্মগতভাবে যোদ্ধা। সেই যোদ্ধা হয়েই আমরা প্রতিটা ক্ষেত্র জয় করতে চাই। সবক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে। উচ্চপদে থেকে পুরুষ ধমক দিলে ঠিক, তবে নারী ধমক দিলেই যেন দোষ। আমি এসব পরোয়া করি না। নারী ঘর সামলায়, বাইরেও সামলায়। তাই নারীর দায়িত্ব অনেক।

মঙ্গলবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংক্রান্ত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মেয়েরা উবার, বাইক, ট্রেন চালাচ্ছে। এই সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা জাতিকে এগিয়ে নিতে হলে নারীকে পিছিয়ে রাখা যাবে না। তিনি সবক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তিনি বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা সুযোগ-সুবিধা দিয়েছেন।

আইভী বলেন, আমি যদি নিজেকে শিক্ষিত করতে না পারি, নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, নিজের আত্মবিশ্বাস না থাকে তাহলে আমাকে সুযোগ দিলেও আমি কাজে লাগাতে পারব না। আমাকে সব সময় মনে রাখতে হবে আমি মানুষ।

রাজু আহমেদ/এসপি

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১