পিরিয়ড সচেতনতায় কাজ করছেন ক্রিকেটার সানোয়ারের মেয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ জুলাই ২০২৫

পিরিয়ড সচেতনতায় কাজ করছেন ক্রিকেটার সানোয়ারের মেয়ে

নারীদের পিরিয়ড সচেতনতায় কাজ করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনের মেয়ে লায়বা হোসেন প্রেরণা। ও লেভেলে অধ্যায়নরত লায়বা এই বয়সেই যুক্ত হয়েছেন সমাজ সচেতনতামুলক কাজে।

বাংলাদেশের সমাজে নারীদের পিরিয়ড সংক্রান্ত নানা প্রতিবন্ধকতা রয়েছে। নারীদের এ সমস্যা উত্তরণে কাজ করছেন লায়বা। এরই ধারাবাহিকতায় স্পার্কসের সামাজিক সচেতনতামূলক প্রজেক্ট- “কুসুমকথা: ব্রেকিং আউট অফ পিরিয়ড পোভার্টি (দ্বিতীয় পর্ব -১)” নয়টোলা এ ইউ এন মডেল কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এই প্রজেক্টের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত কিশোরীদের মাসিকের স্বাস্থ্যবিধি এবং উপযুক্ত স্যানিটেশন সম্পর্কে শিক্ষিত করা, কুসংস্কার এবং অস্বাস্থ্যকর অভ্যাসগুলো সম্পর্কে সচেতন করা।

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা স্পার্কসের সভাপতি নূরে আলম ভূঁইয়া, প্রজেক্ট সিওসি ফারজানা সুলতানা মৌ এবং প্রজেক্ট ডিরেক্টর ইন চার্জ সিগমা হায়দার। এছাড়া জেসিআই ঢাকা স্পার্কসের বোর্ড মেম্বার এবং সাধারণ সদেস্যরাও উপস্থিত ছিলেন। জেসিআই একটি আন্তর্জাতিক সংস্থা। এটি তরুণদের জন্য কাজ করে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী এবং আন্তর্জাতিক এনজিও বিশেষজ্ঞ ডাঃ রুবাইয়া রহিম, রেসিডেন্ট স্পেশালাইজড মেডিকেল অফিসার (গাইনি ও প্রসূতি) এভারকেয়ার হাসপাতাল ঢাকা এবং নিবরাজ জাহান হুজাইরা কাউন্সেলিং সাইকোলজিস্ট তাকওয়া স্পেশালাইজড হাসপাতাল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১