ডেস্ক রিপোর্ট
৩০ জুন ২০২৫
পিএসজির কাছে নাকানিচুবানি খাওয়ায় লিওনেল মেসির শেষ দেখে ফেলছেন অনেকে। ৪-০ গোলের হারে আর্জেন্টাইন সুপারস্টারের দিকে সরাসরি আঙুল তুলেছেন। কারও মতে, এই হারের দায় পুরোটাই মেসির। এমন দাবি মানতে চান না জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ এই তারকার মতে, মেসির দলের কারণে এই হার।
ইব্রাহিমোভিচ বলেছেন, মেসি খেলেন এমন এক দলের সঙ্গে যারা মূলত পাথরের মূর্তি। সাবেক বার্সেলোনার সাবেক তারকা বলেছেন, এ হার মেসির নয়, বরং ইন্টার মিয়ামির।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের সঙ্গে আমেরিকার ফুটবলের পার্থক্য দেখিয়েছে পিএসজি। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ-প্রতি আক্রমণ—সব বিভাগে দাপট দেখিয়েছে। প্রথমার্ধেই তারা ৪ গোলে এগিয়ে যায়। বাকি সময়ে গোল না হলেও মিয়ামি এতটুকু দাপট দেখাতে পারেনি। উল্টো রক্ষণ, মিডফিল্ড এবং ফরোয়ার্ড সব জায়গায় ধুঁকেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ব্যর্থতা বলেই চালানো হচ্ছে।
বিষয়টি মোটেও ভালো লাগেনি জ্লাতানের। ফরাসি একটি পত্রিকাকে সুইডিস তারকা বলেন, ‘মেসি হেরেছে? না না, এটা মেসির পরাজয় নয়। এটা ইন্টার মিয়ামির হার। তুমি দলটা দেখেছো? ওটা যেন কোনো দল নয়, একটা ভাস্কর্য প্রদর্শনী! মেসি খেলছে পাথরের মূর্তিদের সঙ্গে!’
মেসির প্রশংসা করে ইব্রাহিমোভিচ বলেন, ‘মেসি এখনো এমন কিছু করতে পারে, যা ৯৯ শতাংশ ফুটবলার পারে না। ও এখনো শুধু খেলার প্রতি ভালোবাসা থেকে খেলে।’
হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মেসি বলেছেন, তারা লক্ষ্য অর্জন করেছে। শেষ ষোলো তাদের লক্ষ্য ছিল। সেটি পূরণ করে খুশি মেসি ও মিয়ামি।