ডেস্ক রিপোর্ট
১৪ জুলাই ২০২৫
প্রিয়জনকে উদ্দেশ্য করে বাংলা ভাষায় পাঠকরা পাঠিয়েছেন অসংখ্য চিঠি। সেসব চিঠি থেকে বাছাই করা সেরা চিঠি-

বরাবর,
ভালোবাসার বাবা,
আসসালামু আলাইকুম। কেমন আছ আব্বা। বাড়ির সবাই কেমন আছে। তোমার কাছে লেখা আমার জীবনের প্রথম চিঠি। তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। আমার চোখে দেখা সবচেয়ে সহজ, সরল এবং সৎ একজন ব্যক্তি। সারা জীবন আমার জন্য অনেক কষ্ট করলেও তার বিনিময়ে কখনো কোনো প্রতিদান চাওনি। আমি মনে করি পৃথিবীতে একমাত্র বাবারা পারে নিজের চেয়ে সন্তানকে এগিয়ে রাখতে। বাবা তুমি ছাড়া জীবন অপূর্ণ। একটা কথা কখনো বলা হয়ে ওঠেনি। অনেক বেশি ভালোবাসি বাবা তোমাকে। সব সময় ভালো থেকো সুস্থ থেকো।
ইতি তোমার আদরের
খাদিজা
গোপালগঞ্জ
কলি