পরিবার নিয়ে গুজব ছড়ালে চুপ থাকেন কেন অভিষেক বচ্চন?

ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২৫

পরিবার নিয়ে গুজব ছড়ালে চুপ থাকেন কেন অভিষেক বচ্চন?

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন প্রায়শই কেবল কাজের জন্য নয়, তার ব্যক্তিগত জীবনের জন্যও আলোচনায় থাকেন। মাঝে স্ত্রী সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়েও বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও এ দম্পতি এই গুজব সম্পর্কে কোনো পাল্টা জবাব না দিয়ে চুপ করে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরে খোলাসা করে দেন, যা রটেছিল, তার সবটাই রটনা।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিষেক অকপটে জানিয়ে দেন— এজাতীয় ভুল তথ্য কীভাবে তাকে এবং তার পরিবারকে প্রভাবিত করে এবং কেন তিনি সরাসরি জনসমক্ষে এ বিষয়ে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন।

অভিষেক বলেন, যারা তার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন, তারা তার ব্যাখ্যায় সামান্যই আগ্রহী নন। এটি খুবই দুঃখজনক, আগে আমায় নিয়ে বলেছে, এখন আমার পরিবার। আমি কিছু স্পষ্ট করলেও মানুষ তা ঘুরিয়ে অন্য মানে বের করবে। কারণ নেতিবাচক খবর বিক্রি হয়।

তিনি বলেন, তুমি আমি তো এক নই। তুমি আমার জীবনযাপন কর না। আমি যাদের কাছে জবাবদিহি করতে বাধ্য, তাদের কাছে আপনি জবাবদিহি করতে বাধ্য নন। যারা এ ধরনের নেতিবাচকতা প্রকাশ করে, তাদেরও তো কখনো না কখনো বিবেকের কাছে জবাবদিহি করতে হবে।

অভিনেতা বলেন, দেখুন, শুধু আমি নই। আমি প্রভাবিত হই না। আমি জানি, এ জায়গার সঙ্গে ওয়াকিফহাল। তবে এর সঙ্গে এখন পরিবার জড়িয়ে যাচ্ছে। ট্রোলিংয়ের এই সম্পূর্ণ নতুন ফ্যাশনে আমার আর পাত্তা দিই না।

উল্লেখ্য, অভিষেককে আগামীতে দেখা যাবে ‘কালীধর লাপাতা’ সিনেমায়। এ সিনেমায় অভিষেককে একজন মধ্যবয়সি ব্যক্তির চরিত্রে দেখা যাবে, যিনি তার পরিবার ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তাদের দ্বারা বিশ্বাসঘাতকতা করার পর জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এ সিনেমায় অভিষেক ছাড়াও আরও অভিনয় করেছেন দাইভিক ভাগেলা ও জিশান আয়ুব প্রমুখ। আগামী ৪ জুলাই জি৫ এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া অভিষেকের পাইপলাইনে আরও রয়েছে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’। শাহরুখ খানের সঙ্গে এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন, অভয় ভার্মা, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত। আরও আছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়। যদিও অভিনেতাদের আনুষ্ঠানিক ঘোষণা এখনো করা হয়নি। বর্তমানে ‘কিং’ সিনেমাটি নির্মাণাধীন রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১