নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারি ২০২৬
মূলধারার রাজনীতিতে বাংলদেশিদের উত্থানের পথিকৃত মোর্শেদ আলম প্রতিষ্ঠিত ‘নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব’ এবং ‘নিউ আমেরিকান উইমেন্স ফোরাম’র বার্ষিক ডিনার পার্টি ১১ জানুয়ারি রবিবার উডসাইডে গুলশান টেরেসে অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ঠিক সাড়ে ৬টায় শুরু এ পার্টিতে ডেমোক্র্যাটিক পার্টির গুরুত্বপূর্ণ নেতারাও অংশ নেবেন।
পার্টিতে অংশগ্রহণে আগ্রহীদেরকে আগাম রেজিস্ট্রেশন করতে আহনাফ আলম (৯১৭-২৯২-৯৪৭৮) এবং নূশরাত আলমের (৩৪৭-৪৫৩-৬২৮৯) সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।