দুষ্ট লোকদের বর্জনের ডাকে চাঁদপুর ফাউন্ডেশনের সভা

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২৬

দুষ্ট লোকদের বর্জনের ডাকে চাঁদপুর ফাউন্ডেশনের সভা

চাঁদপুর ফাউন্ডেশনের সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আকতার হোসেন বাদল। ছবি-জাগো প্রহরী।

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক, ইনকের ঐতিহ্য অটুট রাখার অভিপ্রায়েই দুষ্টদের বর্জনের আহবান উচ্চারিত হলো কার্যকরী কমিটির প্রথম সভা থেকে। ১২ জানুয়ারি এ সভা অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে। এ সময় অভিযোগ করা হয় যে, এমন এক ব্যক্তিকে সভাপতি বানানোর চেষ্টা করা হচ্ছে যার বিরুদ্ধে আগের কমিটির সহ-সভাপতি পদের মনোনয়ন ফি পরিশোধ করেননি। অনেকের সাথে প্রতারণা এবং অর্থ মেরে দেয়ার মত গুরুতর অভিযোগ মুখে মুখে উচ্চারিত হচ্ছে। এমন কয়েকজন এসেছিলেন এই সমাবেশে। আয়োজকরা তাদেরকে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের নির্বাচন ঘিরে এর আগেও কয়েকবার বিবাদ-বিভক্তির আশংকা দেখা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে তা কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। সে আলোকে এবারও সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয় ‘রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক, ইনকের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটির প্রতিষ্ঠার প্রত্যয় পূরণে কাজ করার জন্যে।

উল্লেখ্য, এলাকার মেধাবি ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের অভিপ্রায়ে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। যদিও ২০১০ সালের পর কোন বছরই শিক্ষা-বৃত্তি প্রদান করা হয়নি। এ প্রসঙ্গে ফাউন্ডেশনের সদ্য বিদায়ী সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম এ সংবাদদাতাকে জানান, বৃত্তি প্রদানের প্রকল্প চালু রাখার লক্ষ্যে বাংলাদেশের একটি ব্যাংকে ফিক্সড ডিপজিট একাউন্ট রয়েছে। নানাবিধ কারণে দীর্ঘদিন তা পরিচালিত না হওয়ায় আমার মেয়াদে চেষ্টা করেও সুফল পাইনি। যদিও সেই একাউন্টে প্রয়োজনীয় অর্থ রয়েছে। দুই টার্মে সাধারণ সম্পাদক এবং শেষের দুই টার্মে সভাপতির দায়িত্ব পালনকারি মাওলানা ফখরুল ইসলাম মাসুম আরো বলেন, কার্যকরী কমিটিতে যারা সক্রিয় তাদের মধ্যথেকেই সচরাচর নেতৃত্ব বাছাই করা হয়। কিন্তু বর্তমানে আমাদের মনোনীত নির্বাচন কমিশনের প্রধান সদস্যগণের পছন্দের পরিবর্তে নিজ পছন্দের এক ব্যক্তিকে সভাপতি হিসেবে সকলের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন-যা ফাউন্ডেশনের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। এজন্যেই সাধারণ সদস্য-সহ ফাউন্ডেশনের কান্ডারিরা ঐক্যবদ্ধ হয়ে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সংগঠকদের সাথে তরুণ প্রজন্মের সমন্বয় ঘটিয়ে ৪১ সদস্যের নয়া কমিটি গঠন করা হয়েছে। এজন্যে হারুন ভ‚ইয়ার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বাতিল করে আকতার হামিদ, রেজাউর রহমান রাজু এবং মোকসেদুর রহমান সেলিমের সমন্বয়ে নয়া নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল।

কার্যকরী কমিটির এই সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য মূলধারার ব্যবসায়ী ও বিএনপি নেতা আকতার হোসেন বাদল। তিনি বলেন, রূপসী চাঁদপুরের প্রবাসীরা সবসময়ই ঐক্যবদ্ধ ছিলাম। নিজেদের সার্বিক কল্যাণের পথ সুগম রাখতে ঐক্যের বিকল্প নেই। এজন্যেই ছুটে এসেছি আজকের সমাবেশে। আশা করছি বাজে লোকদের ষড়যন্ত্রের বলি আমরা কেউ হবো না। গুটিকয়েক লোকের কারণে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন কখনোই টুকরো টুকরো হতে পারে না। বাদল উল্লেখ করেন, একসময় কিছু মানুষ আমার বিরুদ্ধে বিষোদগার করেছেন। সেই মানুষগুলোই খাবলে খাবার চেষ্টা করছেন চাঁদপুরবাসীকে। কিন্তু আজকের এ সমাবেশ তেমন ষড়যন্ত্রকে কখনোই সফল হতে দেবে না। আমরা নিজের এবং কম্যুনিটি তথা প্রিয় মাতৃভূমির কল্যাণকে প্রাধান্য দিয়ে সম্মুখে এগিয়ে যাবো। বাদল উল্লেখ করেন, অপ্রিয় হলেও সত্য যে, একসময় যারা আমাকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, আজ তারাই ফাউন্ডেশন থেকে বিতাড়িত হচ্ছেন। তারা ফাউন্ডেশনের দুশমন হিসেবে চিহ্নিত হলেন। আকতার হোসেন বাদল, মাওলানা মাসুম, নির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান এবং নির্বাচিত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল-সহ প্রায় সকলেই অভিন্ন ভাষায় বলেন, আমরা কেউই ক্ষমতার কান্ডারি নই। সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে সময় নিয়ে ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচনে যেতেও রাজি আছি। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং সাবেক সভাপতি আমিন খান জাকির বলেন, বাংলাদেশে নির্বাচন দাবিতে অনেকে মুখে ফেনা তুলেন, অনেকে মানববন্ধন-বিক্ষোভে অংশ নেন। নির্বাচন নিয়ে টালবাহানা করলে তাকে ফ্যাসিস্ট হিসেবে গালি দিতেও যারা কসুর করি না, তারা নিজেরাই নিজেদের ফাউন্ডেশনের যোগ্য নেতৃত্ব বাছাইয়ের জন্যে নির্বাচন দিতে চাই না। এমন স্ববিরোধী আচরণে লিপ্তরাই সত্যিকার অর্থে সমাজ এবং রাষ্ট্রের শত্রু। এরা সুন্দর সুন্দর কথা বললেও যে কোন উপায়ে ক্ষমতা দখলে রাখতে চান। এমন মানুষদের দূরে রাখাই শ্রেয়।

 

Chandpur Foundation-2

 

আরো বক্তব্য রাখেন মোবারক হুসাইন, মিজানুর রহমান মিজান, মোখলেসুর রহমান সেলিম, বিদায়ী সাধারণ সম্পাদক নূরে আলম মনির প্রমুখ। সকলের মধ্যেই ক্ষুব্ধ-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে সভাপতি হিসেবে একজন দুষ্ট লোককে অধিষ্ঠিত করার মানসিকতার প্রতি। গভীর রাতে নৈশভোজের মাধ্যমে সমাপ্ত এই সমাবেশের পর চাঁদপুরের অনেক প্রবাসী আশা করছেন সাংগঠনিক রীতি অনুযায়ী সামনের সকল কর্মকান্ড পরিচালিত হবে। পবিত্র রমজানে ইফতার মাহফিল দিয়েই নয়া এ কমিটি তার যোগ্যতা দৃশ্যমান করতে সক্ষম হবেন বলেও অনেকের প্রত্যাশা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১