দুই দিন বাড়তে পারে দেশের তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট

১১ জুলাই ২০২৫

দুই দিন বাড়তে পারে দেশের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে আগামী দুই দিন তাপমাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৪৮ ঘণ্টায় অর্থাৎ শুক্র ও শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরদিন রবিবার দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। মঙ্গলবার দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১