ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হতে পারে : মির্জা আব্বাস

ঢাকা সংবাদদাতা

২০ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হতে পারে : মির্জা আব্বাস

Mirza Abbas

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি মহল ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে’ বলে দলের শীর্ষ নেতৃত্বকে সর্তক করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ২০ জানুয়ারি দুপুরে বিএনপির এক আলোচনা সভায় তিনি বলেন, “আপনি খেয়াল করে দেখেন এদের নির্বাচন প্রক্রিয়া এবং প্রচারণা কত দুর্বল, নাই বললেই চলে। তারপরেও তারা হুংকার ছাড়ে তারাই ক্ষমতায় যাবে, তারাই জিতবে, তারা এই দেশ চালাবে।
কি করে সম্ভব? যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে তারা… আমি মনে করি, আমার দল এবং দেশবাসী এটা (ইঞ্জিনিয়ারিং) বিশেষভাবে নজর দেবেন। আমাদের নেতা এবং কর্মীরা বিশেষভাবে নজর দেবেন কোনরকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে।”

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে।

এর মধ্যে আচরণবিধি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’সহ বিভিন্ন বিষয় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি অভিযোগ, পাল্টা অভিযোগ করা শুরু করেছে। তারা অভিযোগ নিয়ে কয়েক দফা নির্বাচন কমিশনে গেছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন দলগুলোর নেতারা।

এমন প্রেক্ষাপটে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান আছেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি ওনাদের কাছে বলব আমার এই কথাগুলোকে দয়া করে অবজ্ঞা করবেন না, কাজে লাগবে। যদি কথাটা শোনেন, কাজে লাগবেন। না শুনলে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমি ‘সিরিয়াসলি’ একথা বললাম।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন মির্জা আব্বাস।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১