ছয় মাস আগেই ৬ বিদেশির সঙ্গে চুক্তি সম্পন্ন বরিশালের

ডেস্ক রিপোর্ট

২৭ জুলাই ২০২৫

ছয় মাস আগেই ৬ বিদেশির সঙ্গে চুক্তি সম্পন্ন বরিশালের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের অন্ত নেই। এই টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিদের নানা অনিয়ম বিতর্কের আগুনে ঘিয়ের কাজ করে। কিন্তু এদিক দিয়ে ব্যতিক্রম ফরচুন বরিশাল। সবশেষ আসরের চ্যাম্পিয়ন দলটি বরাবরই বিতর্কের ঊর্ধ্বে থেকেছে। তাদের মাঠের ক্রিকেটে ভালো করার যে প্রত্যয়ও চোখে পড়ার মতো।

এই যেমন বিপিএলের আগামী আসর ডিসেম্বরে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু এর মাসছয়েক আগেই জোরেশোরে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফরচুন বরিশাল। দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, তারা ইতোমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন। তবে দলের স্বার্থে এই ক্রিকেটারদের নাম এখনই প্রকাশ করতে চান না তিনি।

মিজান বলেন, ‘আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করবো না।’

নাম গোপন রাখার কারণ জানিয়ে তিনি যোগ করেন, ‘নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে—যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না।’

ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। দলের মালিকপক্ষের সঙ্গে অধিনায়কের সম্পর্ক বেশ উষ্ণ। যার সুবাদে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গুলশান ক্রিকেট ক্লাবে যৌথভাবে বিনিয়োগ করেছেন তামিম ও ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১