চট্টগ্রামে কোভিডে আক্রান্ত নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৯ জুন ২০২৫

চট্টগ্রামে কোভিডে আক্রান্ত নারীর মৃত্যু

চট্টগ্রামে কোভিডে আক্রান্ত হয়ে সালেহা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, সালেহা বেগম হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা।

এদিকে চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন নগরীর এবং ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৪ জন এবং এভারকেয়ার হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে গত ৪ জুনের পর এ পর্যন্ত ১৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারী মারা গেছেন। তবে তিনি (সালেহা বেগম) আগে থেকে ডায়াবেটিস ও হার্টের রোগে ভুগছিলেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১