ডেস্ক রিপোর্ট
০১ জুলাই ২০২৫
বিশ্বখ্যাত চিপ নির্মাতা ইনটেল তাদের গাড়িভিত্তিক প্রসেসর উৎপাদনের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। কর্মীদের পাঠানো এক বার্তায় কোম্পানিটি জানায়, ‘মূল ক্রেতা’ ও ‘ডেটা সেন্টার পোর্টফোলিও’কে গুরুত্ব দিতে গিয়ে অটোমোটিভ বিভাগ গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ পদক্ষেপের ফলে বহু কর্মী ছাঁটাইয়ের মুখে পড়ছেন। গত কয়েক বছর ধরেই ইনটেল গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম ও নিয়ন্ত্রণ প্রযুক্তিতে চিপ সরবরাহ করে আসছিল। এ প্রযুক্তি পাঁচ কোটিরও বেশি গাড়িতে ব্যবহৃত হয়েছে। এমনকি এআই চিপ ও আর্ক জিপিইউ আনার ঘোষণাও দিয়েছিল প্রতিষ্ঠানটি।
২০১৭ সালে তারা স্বচালিত গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠান মোবাইলই কিনে নেয়, যা পরে আলাদা কোম্পানি হলেও এখনো ইনটেলের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে নতুন সিইও লিপ বু ট্যানের অধীনে কোম্পানিটি কর্মী সংকোচনের পথে হাঁটছে। ২০২৫ সালের শেষভাগে কর্মী সংখ্যা কমানোর লক্ষ্য ঠিক করা হয়েছে।
ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ায় শতাধিক ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদক্ষেপ ইনটেলের বৃহত্তর রূপান্তরেরই ইঙ্গিত দিচ্ছে।