‘গণঅভ্যুত্থান ২০২৪’ কার্যক্রমের জন্য বিএনপির দুই উপ-কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২৫

‘গণঅভ্যুত্থান ২০২৪’ কার্যক্রমের জন্য বিএনপির দুই উপ-কমিটি গঠন

‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ কার্যক্রমকে সফল করতে দুটি উপ-কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার (২৯ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথমত, ‘গণঅভ্যুত্থান ২০২৪’ কার্যক্রম, দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচার ও ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি’কে সহযোগিতা করতে ‘মিডিয়া উপ-কমিটি’ গঠন করা হয়েছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে এবং সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনকে করা হয়েছে সদস্য সচিব।

এছাড়া শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংবাদিক আলী মামুদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, সিনিয়র সাংবাদিক জাহিদুল ইসলাম রনিসহ ১৬ জনকে সদস্য করা হয়েছে। কমিটিতে সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সদস্য হিসেবে রয়েছেন।

দ্বিতীয়ত, ‘গণতান্ত্রিক পদ যাত্রায় শিশু’ শীর্ষক অনুষ্ঠানকে সফল করতে গঠিত হয়েছে ‘বাস্তবায়ন উপ-কমিটি’। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি পরিবারের আহ্বায়ক, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনকে। কমিটির সদস্য সচিব হয়েছেন সানজিদা ইসলাম তুলি। এছাড়া কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), জাহিদুল ইসলাম রনি, আফরোজা ইসলাম আঁখিসহ ১২ জনকে এই উপ-কমিটির সদস্য করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১