মিশিগানে হচ্ছে ‘খালেদা জিয়া সড়ক’

আশিক রহমান

০৯ জানুয়ারি ২০২৬

মিশিগানে হচ্ছে ‘খালেদা জিয়া সড়ক’

মিশিগানের এই সড়কেই উঠবে ‘খালেদা জিয়া স্ট্রিট’র নামফলক। ছবি-জাগো প্রহরী

মিশিগানের হ্যামট্র্যামক সিটির ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’ নামে পরিচত হবে। সিটি কাউন্সিলে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসনের সম্মানে এমন নামকরণের সিদ্ধান্ত ৬ জানুয়ারি অনুমোদন পেয়েছে। বর্তমানে এ কাউন্সিলে চারজন বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। এতে বলা হয়, হ্যামট্র্যামক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নামে পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসীরা।

শহরের জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি খালেদা জিয়া স্ট্রিট হিসেবে শীঘ্রই নামফলক উঠানো হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে সড়কের নামকরণ এবারই প্রথম নয়। এর আগে শিকাগো শহরের ডাউন টাউনে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে ‘শেখ মুজিব ওয়ে’ এবং আরেকটি এলাকায় প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১