নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায়। বিএনপি ছাড়াও প্রবাসীদের বড় একটি অংশ বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাতে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের সুশাসনের পরিক্রমায় এবং রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের একটি শূন্যতা তৈরী হলো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা।
পৃথক পৃথক বিবৃতিতে সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য গিয়াস আহমেদ, তারেক রহমান মুক্তি আন্দোলন ও স্বদেশ প্রত্যাবর্তন আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা-সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র সম্পর্কিত উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসীমউদ্দিন, সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ, বিএনপি নেতা দিনাজ খান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী, যুুবদলের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা সকলেই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় প্রবাসীদের দোয়া চেয়েছেন।