ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। যুক্তরাষ্ট্রে চলমান এই টুর্নামেন্টের শেষ ষোলোর লাইন আপও নিশ্চিত হয়ে গেছে।

এবারের আসরে ৩২ দলের টুর্নামেন্টের গ্রুপ পর্বে যেমন দর্শকরা উপভোগ করেছেন পোর্তো ও আল আহলির ৪-৪ গোলের শ্বাসরুদ্ধকর ড্র, তেমনি বায়ার্ন মিউনিখের কাছে ১০-০ গোলে অকল্যান্ড সিটির হারের মতো একপেশে ম্যাচও দেখা গেছে।

তবে সেসব ম্যাচ এখন অতীত। সামনে আছে নক আউটের লড়াই। সে লড়াই কার কার মধ্যে হবে, এক নজরে দেখে নেওয়া যাক–

যে দলগুলো শেষ ষোলোতে উঠেছে:

পালমেইরাস, ইন্টার মিয়ামি, পিএসজি, বোতাফোগো, ফ্লামেঙ্গো, চেলসি, ইন্টার মিলান, মন্টেরে, বরুশিয়া ডর্টমুন্ড, ফ্লুমিনেন্স, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, আল হিলাল।

শেষ ষোলো ম্যাচের সূচি–

পালমেইরাস বনাম বোতাফোগো, ২৮ জুন, রাত ১০টা, লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া

বেনফিকা বনাম চেলসি, ২৯ জুন, রাত ২টা, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, শার্লট

পিএসজি বনাম ইন্টার মিয়ামি, ২৯ জুন, রাত ১০টা, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা

ফ্লামেঙ্গো বনাম বায়ার্ন মিউনিখ, ৩০ জুন, রাত ২টা, হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি গার্ডেন্স

ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স, ১ জুলাই, রাত ১টা, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, শার্লট

ম্যানচেস্টার সিটি বনাম আল হিলাল, ১ জুলাই, সকাল ৭টা, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডো

রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস, ২ জুলাই, রাত ১টা, হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি গার্ডেন্স

ডর্টমুন্ড বনাম মন্টেরে, ২ জুলাই, সকাল ৭টা, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা

কোথায় দেখবেন?

সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার হবে ডাজন নেটওয়ার্কে। টিভিতে নির্বাচিত ম্যাচগুলো দেখা যাবে টিএনটি স্পোর্টস ও ইউরোস্পোর্টে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১